ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিড়াল যখন কূটনীতিক

প্রকাশিত: ০৬:২৪, ১৪ এপ্রিল ২০১৬

বিড়াল যখন কূটনীতিক

ইঁদুরের উৎপাত বন্ধ করতে একটি বিড়াল ভাড়া করেছে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। সম্প্রতি লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকায় ইঁদুরের উপদ্রব বেড়ে যাওযায় কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। বিড়ালটি লন্ডনের রাস্তা থেকে কুড়িয়ে আনা হয়েছে। কর্মকর্তারা বলেছেন, ইঁদুরের সংখ্যা যেন না বাড়ে বিড়ালটি সে ব্যাপরে নগর ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাদের সহায়তা করবে। লর্ড প্যামারস্টনের নামে বিড়ালটির নামকরণ করা হয়েছে। প্যামারস্টন ১৮৩৫ থেকে ৪১ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। বুধবার দুপুরে বিড়ালটিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের কথা। কর্মকর্তারা আশা করছেন, অল্পদিনের মধ্যেই প্যামারস্টন মন্ত্রণালয়ের ভবনে তার শত্রু ও মিত্রদের চিহ্নিত করতে পারবে। রাস্তা থেকে কুড়িয়ে তাকে প্রথমে একটি কুকুর-বিড়াল আশ্রয় কেন্দ্রে রাখা হয়। বিড়ালটি খুব আমুদে, সে মানুষজনের সঙ্গে থাকতে পছন্দ করে। ‘ঈগলের মতো তীব্র চোখ তার। কোন ইঁদুরই তাকে ফাঁকি দিতে পারবে না,’ বলেছেন আশ্রয় কেন্দ্রের কর্মকর্তা লিন্ডসে কুইনল্যান। ব্রিটেনের অত্যন্ত বিখ্যাত এক ভবনে এখন এটি ঠাঁই পেতে চলেছে। ভবনটি দেশের শীর্ষ কূটনীতিক ও মন্ত্রীদের পদভারে মুখরিত থাকে। এই আশ্রয় কেন্দ্র থেকে পাঁচ বছর আগে ডাউনিং স্ট্রিটে আরেকটি বিড়াল আনা হয়েছিল। -বিবিসি
×