ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক

সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত যুক্তরাষ্ট্র ॥ বার্নিকাট

প্রকাশিত: ০৬:২২, ১৪ এপ্রিল ২০১৬

সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে সর্বাত্মক সহযোগিতায় প্রস্তুত যুক্তরাষ্ট্র ॥ বার্নিকাট

কূটনৈতিক রিপোর্টার ॥ সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া সকল ব্লগার হত্যার ঘটনা যথাযথ তদন্ত করে দোষীদের শাস্তির আহ্বান জানিয়েছে দেশটি। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট এসব কথা বলেন। পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধে কাজ করছে। এই সন্ত্রাস প্রতিরোধে মার্কিন যুক্তরাষ্ট্র বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের প্রশিক্ষণও দিয়ে আসছে। জঙ্গী ও সন্ত্রাসবাদ প্রতিরোধে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশে বেশ কয়েকজন ব্লগারকে হত্যা করা হয়েছে। এটা খুবই উদ্বেগজনক। সর্বশেষ ব্লগার নাজিমুদ্দিন সামাদ ঘাতকদের শিকার হয়েছেন। সকল ব্লগার হত্যা ঘটনা তদন্ত করে শাস্তির আহ্বান জানান তিনি। মার্শা বার্নিকাট বলেন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সংস্কৃতি রয়েছে। এই সংস্কৃতিতে জঙ্গী ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই। এতে সকলেই অন্যের মতামতকে শ্রদ্ধাও করে থাকেন। আর সাধারণ মানুষ ঐতিহ্যবাহী এই সংস্কৃতিই লালন করে থাকে বলে তিনি জানান। পররাষ্ট্র সচিবের সঙ্গে কি কি বিষয়ে আলোচনা হয়েছে জানতে চাইলে মার্শা বার্নিকাট বলেন, সচিবের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ঢাকা-ওয়াশিংটন সংলাপ, সম্প্রতি মার্কিন প্রতিনিধি দলের ঢাকা সফর, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলেও তিনি জানান। মার্শা বার্নিকাট জানান, সম্প্রতি বেশ কয়েকটি মার্কিন প্রতিনিধি দল ঢাকা সফর করেছেন। এসব প্রতিনিধি দলে সিনিয়র পর্যায়ের কর্মকর্তারা ছিলেন। এছাড়া দুই দেশের মধ্যে যেসব যৌথ কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। সেসব কর্মসূচী পর্যালোচনা করা হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র আরও কিভাবে বাড়ানো যেতে পারে এসব বিষয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান। বৈঠক সূত্র জানায়, চলতি বছরেই বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্র অংশীদারি সংলাপের আয়োজন করতে চায়। এই সংলাপে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। সংলাপের সময় নির্ধারণের বিষয়ে আলোচনা হয়েছে। তবে আলোচনা হলেও সময় এখনও চূড়ান্ত করা হয়নি। উল্লেখ্য, এর আগে গত ৬ এপ্রিল পররাষ্ট্র সচিব এম শহীদুল হকের সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। সে সময়ও দুই দেশের মধ্যে সহযোগিতার ক্ষেত্র বাড়ানোর জন্য আলোচনা হয়েছিল।
×