ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

দিনাজপুরে মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা

প্রকাশিত: ০৬:১৬, ১৪ এপ্রিল ২০১৬

দিনাজপুরে মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের হাকিমপুরে ৪ বছরের শিশু আবতাহি মনি অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করেছে অপহরণকারীরা। অপহৃত ওই শিশুর বস্তাবন্দী লাশ পাশ্ববর্তী একটি বাড়ির ছাদ থেকে মঙ্গলবার রাত সাড়ে ১০টায় উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ওই বাড়ির আমজাদ আলীর ছেলে সামিউলকে (২০) আটক করা হয়েছে। বিক্ষুব্ধ গ্রামবাসী তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিভিয়ে ফেলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি। শিশু মনি হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মঙ্গলবার রাতভর বিক্ষুব্ধ এলাকাবাসী হিলিতে বিক্ষোভ মিছিল করেছে। পুলিশ জানায়, হাকিমপুর উপজেলার মুহাড়াপাড়া মহল্লায় বাড়ির বারান্দায় খেলার সময় সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নিখোঁজ হয় শিশু মনি। অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে সোমবার রাতে হাকিমপুর থানায় সাধারণ ডায়েরি করেন শিশুর বাবা হাকিমপুর মহিলা কলেজের শিক্ষক আলহাজ মামুনুর রশিদ আজাদ। মঙ্গলবার সকালে নিখোঁজ শিশুটির অভিভাবকের কাছে মুঠোফোনে মেসেজের মাধ্যমে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি থানায় জানানো হলে পুলিশ ওই মুঠো ফোনের নম্বর ট্র্যাক করে অপহরণকারীদের স্থান চিহ্নিত করে। পরে পার্শ¦বর্তী আমজাদ আলীর বাড়ির ছাদ থেকে শিশু মনির বস্তাবন্দী লাশ এলাকাবাসীর সহায়তায় মঙ্গলবার রাতে পুলিশ উদ্ধার করে। হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরানুল কবির জানান, অপহরণের পর ৩০ লাখ টাকা মুক্তিপণ না পেয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা সামিউল নামে এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মনিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে সামিউল পুলিশকে জানিয়েছে। তবে কেন মনিকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে প্রাথমিকভাবে কিছু জানাতে পারেনি পুলিশ। নিহত শিশু মনির লাশ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়না তদন্ত শেষে হিলিতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
×