ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে নৌপ্রধানের সাক্ষাত

প্রকাশিত: ০৪:৪৯, ১৪ এপ্রিল ২০১৬

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতির সঙ্গে নৌপ্রধানের সাক্ষাত

ইন্দোনেশিয়া সফররত নৌবাহিনী প্রধান এ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, ওএসপি, এনডিসি, পিএসসি মঙ্গলবার সকালে ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদাদোর সঙ্গে সাক্ষাত করেন। ইন্দোনেশিয়ার পেদাং এ অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে নৌপ্রধানের সঙ্গে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ১৩টি দেশের নৌপ্রধানসহ বিভিন্ন দেশের উর্ধতন সামরিক প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এরপর সন্ধ্যায় ইন্দোনেশিয়ার পেদাং এ গ্র্যান্ড ইন মুয়ারা হোটেলে নৌবাহিনী প্রধান ইন্দোনেশিয়ার নৌপ্রধান এ্যাডমিরাল আদে সুপানদির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। এসময় উভয় দেশের নৌপ্রধানগণ কিছু সময় অতিবাহিত করেন এবং দুই দেশের নৌবাহিনীর পার¯পরিক সম্পর্ক উন্নয়ন ও পেশাগত বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, নৌবাহিনী প্রধান গত ১১ এপ্রিল ‘১৫তম ওয়েস্টার্ন প্যাসিফিক নেভাল সিম্পোজিয়াম’, ‘২য় মাল্টিলেটারাল নেভাল এক্সারসাইজ কমোডো’ ও ‘ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬’ এ যোগদানের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া গমন করেন। আন্তর্জাতিক এই মহড়া ও সামরিক প্রদর্শনীতে অংশ নিতে ইতোমধ্যে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান ইন্দোনেশিয়ায় অবস্থান করছে। সফর শেষে নৌপ্রধান আজ দেশে ফিরবেন বলে আশা করা যায়। -আইএসপিআর সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তুত র‌্যাব-পুলিশ বর্ষবরণ স্টাফ রিপোর্টার ॥ সর্বোচ্চ নিরাপত্তায় বৈশাখ উদ্যাপনের সব প্রস্তুতি শেষ। নগরবাসী নির্বিঘেœ নিশ্চিন্তে মেলার স্বাদ নিতে পারার জন্য সব ব্যবস্থা নিয়েছে পুলিশ র‌্যাবসহ অন্যান্য নিরাপত্তা কর্মীরা। নাশকতা ঘটলেও কিভাবে তা মোকাবেলা করা হবে সেটার একটা মহড়াও দিয়েছে পুলিশ। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নিজে উপস্থিত থেকে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন। তাকে এ সময় জানানো হয় মেলায় সেন্ট্রাল মাইকিংয়েরও ব্যবস্থা নেয়া হয়েছে। এ সময় তিনি বলেছেন, রাজধানীর যেসব জায়গায় পহেলা বৈশাখ উদ্যাপন করা হবে, সেখানে সেন্ট্রাল মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনে ডিএমপি কন্ট্রোলরুম তা নিয়ন্ত্রণ করবে। এ বিষয়ে জরুরী নির্দেশনা দেয়া হয়েছে। বুধবার বিকেলে রমনা বটমূলে ডিএমপির নিরাপত্তা মহড়া পর্যবেক্ষণে এসে তিনি এসব কথা বলেন।
×