ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট পদে লড়বেন না স্পীকার রায়ান

প্রকাশিত: ০৪:০৬, ১৪ এপ্রিল ২০১৬

প্রেসিডেন্ট পদে লড়বেন না স্পীকার রায়ান

যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন না মার্কিন কংগ্রেসের স্পীকার পল রায়ান। মঙ্গলবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে রায়ান বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে তিনি তার দলের মনোনয়ন চান না। এছাড়া সে রকম কোন মনোনয়ন তিনি গ্রহণও করবেন না। রিপাবলিকান দলের বিলম্বিত মনোনয়নপ্রত্যাশী হিসেবে রায়ানের নাম শোনা যাচ্ছিল। খবর বিবিসির। ডোনাল্ড ট্রাম্পকে ঠেকাতে যে তৎপরতা শুরু হয়েছে, তার পরিপ্রেক্ষিতে রিপাবলিকান দলের অনেক নেতা ও চাঁদাদাতা রায়ানকে সবার কাছে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে উপস্থাপন করছিলেন। পাশাপাশি দলীয় মনোনয়ন গ্রহণের জন্য তার ওপর তারা চাপ সৃষ্টি করছিলেন। সম্প্রতি রায়ান নিজে দলীয় নীতিমালা ব্যাখ্যা করে একাধিক বিবৃতি দিয়েছেন। এক ভিডিও-বার্তায় দলীয় বিভক্তির বদলে ঐক্যের আহ্বান জানান তিনি। এসব কারণে তাকে নিয়ে পত্র-পত্রিকায় জল্পনার বিস্তার ঘটে। রায়ান জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে চান এবং সেজন্য লড়াই করছেন এমন একজনের মধ্য থেকেই কাউকে বেছে নিতে হবে। জাদুঘর হচ্ছে সাদ্দামের প্যালেস ইরাকে প্রয়াত প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের প্যালেসকে জাদুঘরে রূপান্তর করা হচ্ছে। এই সেপ্টেম্বরে এটি খুলে দেয়া হবে বলে জানিয়েছে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিন। ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর বসরায় অবস্থিত এই জাদুঘরের জন্য খরচ হবে ৩৫ লাখ ডলার। এর আংশিক খরচ দেবে ব্রিটিশ চ্যারিটি ‘ফ্রেন্ডস অব বসরা মিউজিয়াম’। -টেলিগ্রাফ এ্যাকুরিয়াম থেকে পালাল ইংকি নিউজিল্যান্ডের একটি এ্যাকুরিয়াম থেকে পালিয়ে গেছে অক্টোপাস ইংকি। সমুদ্র তীরবর্তী শহর ন্যাপিয়েরের এ্যাকুরিয়ামের ছোট ফাঁক দিয়ে বের হয়ে, মেঝেতে পিছলে ৬ ইঞ্চি প্রশস্ত একটি ড্রেনের পাইপ দিয়ে ইংকি পালিয়ে যায়। পাইপটি সমুদ্রে গিয়ে পড়েছে। আকারে ইংকি একটি রাগবি বলের সমান। এ বছরের শুরুর দিকে ঘটনাটি ঘটলেও খবরটি জানাজানি হয়েছে মঙ্গলবার।- বিবিসি
×