ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে আরও ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ০৪:০৬, ১৪ এপ্রিল ২০১৬

পাকিস্তানে আরও ৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

পাকিস্তানে হত্যার দায়ে দ-িত আরও চার কয়েদির মৃত্যুদ- কার্যকর করা হয়েছে। দেশটিতে মৃত্যুদণ্ডের ব্যবহার বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক সমালোচনা ও প্রতিবাদ সত্ত্বেও বুধবার সেখানে আরও চারজনের ফাঁসি কার্যকর করা হলো। খবর এএফপির। পাঞ্জাব প্রদেশের মুলতান, ঝাং ও শিয়ালকোট নগরী এবং সিন্ধু প্রদেশের লারকানায় বুধবার চারজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। উর্ধতন কারা কর্মকর্তা চৌধুরী আরশাদ সাইদ আরাইন বলেন, ২০০০ সালে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে হত্যার দায়ে দ-প্রাপ্ত আনোয়ারুল হককে মুলতানের কারাগারে ফাঁসি দেয়া হয়েছে। ১৯৯৯ সালে পারবারিক কলহের কারণে দুই নারী ও এক লোককে হত্যার দায়ে দ-প্রাপ্ত গোলাম ফারুকের মৃত্যুদ- শিয়ালকোট কারাগারে কার্যকর করা হয়েছে। ২০০৬ সালে ডাকাতি করার সময় এক নারীকে হত্যার দায়ে মোহাম্মদ ইরফানের মৃত্যুদ- ঝাং এবং ১৯৯৫ সালে এক এয়ারলাইন্স কর্মীকে হত্যার দায়ে ওয়ারিস মীর ভারের ফাঁসি লারকানা কারাগারে কার্যকর করা হয়েছে। আরাইন বলেন, বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশে আরও আটজনের ফাঁসি কার্যকর করা হতে পারে। কেরলে উচ্চ শব্দের আতশবাজি নিষিদ্ধ কেরলে একটি মন্দিরে আতশবাজি বিস্ফোরণ ও আগুনে ১১০ জন নিহত হওয়ার পর সূর্যাস্তের পর থেকে সূর্যোদয় পর্যন্ত উচ্চ শব্দের বাজি পোড়ানো নিষিদ্ধ করেছে ভারতের একটি উচ্চ আদালত। মন্দিরের ওই শোচনীয় দুর্ঘটনার পর কেরলজুড়ে জনাকীর্ণ স্থানে ও মন্দিরে আতশবাজি প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা আরোপের দাবি ওঠে। খবর ওয়েবসাইটের। কেরল রাজ্যের উচ্চ আদালত তাৎক্ষণিকভাবে দাবিটির বিষয়ে সাড়া দিয়ে মঙ্গলবার ওই নিষেধাজ্ঞা জারি করে। আদালত তার আদেশে বলে, যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কেরল রাজ্যের সীমার মধ্যে কোন বাজি পোড়ানো যাবে না। এ ছাড়া মন্দিরগুলোতে সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় পূর্বে শব্দ তৈরি করে এমন বাজি পোড়ানো নিষিদ্ধ করে দেয়া আদালতের আদেশ পালন করতে বাধ্য করার জন্য স্থানীয় কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে আদালত। কেরলের কোল্লাম জেলার পুত্তিঙ্গাল দেবী মন্দিরের ওই প্রাণঘাতী ঘটনায় এ পর্যন্ত ১৮ জনকে পুলিশ গ্রেফতার করেছে। ওই দুর্ঘটনায় প্রায় ৪০০ জন আহত হয়েছেন। মন্দিরে জড়ো করে রাখা আতশবাজির স্তূপে আতশবাজির ফুলকি পড়ে ঘটা ওই বিস্ফোরণ ও তৎপরবর্তী অগ্নিকা-ে মন্দিরটির আশপাশের ১৫০ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
×