ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভাইস প্রেসিডেন্টের অভ্যুত্থান পরিকল্পনার তীব্র সমালোচনা রুসেফের

প্রকাশিত: ০৪:০৫, ১৪ এপ্রিল ২০১৬

ভাইস প্রেসিডেন্টের অভ্যুত্থান পরিকল্পনার তীব্র সমালোচনা রুসেফের

ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফ তার বিরুদ্ধে অভ্যুত্থান পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন এবং এজন্য তিনি তার সরকারের ভাইস প্রেসিডেন্ট মিচেল টেমারকে ষড়যন্ত্রকারীদের অন্যতম বলে অভিযোগ করেছেন। টেমারকে তিনি বিশ্বাসঘাতক বলেও অভিহিত করেন। এদিকে অভিশংসনের মুখে থাকা রুসেফের জোট সরকারের দুটি শরিকদল প্রোগ্রেসিভ পার্টি (পিপি) ও রিপাবলিকান পার্টি (পিআরবি) ক্ষমতাসীন জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। অভিশংসন এড়ানোর চেষ্টারত রুসেফের জন্য এটি আরেকটি আঘাত। ব্রাজিলের ক্ষমতাসীন জোটের অংশীদার সবচেয়ে বড় দল পিএমডিবি গত মাসে জোট ত্যাগ করার পক্ষে ভোট দেয়। পিপি জানিয়েছে, কংগ্রেসের নিম্নকক্ষে তাদের ৪৭ জন সদস্যের অধিকাংশই রুসেফকে অভিশংসন করার পক্ষে ভোট দেবেন। রুসেফ মঙ্গলবার বলেছেন, টেমার সোমবার একটি অডিও বার্তা প্রকাশ করেছেন। তিনি তার নাম উল্লেখ না করে বলেন, এই অডিও বার্তা নির্বাচিত সরকারের বিরুদ্ধে অভ্যুত্থানের পরিকল্পনার একটি প্রমাণ। রুসেফ ইঙ্গিত দেন যে, তাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রের অন্যতম হোতা টেমার। ওই অডিও বার্তায় রুসেফের কাছ থেকে ক্ষমতা বুঝে নিলে কী ভাষণ দেবেন তার চর্চা করতে শোনা যায় টেমারকে। এমনকি তিনি জাতীয় ঐক্য সরকার গঠনেরও আহ্বান জানিয়েছেন। এদিকে টেমার বলেছেন, দুর্ঘটনাবশত বার্তাটি প্রকাশ হয়ে গেছে। তার কার্যালয় বলেছে, এটি ভুল করে সহযোগীদের কাছে পাঠানো হয়েছে। ১৭ এপ্রিল প্রেসিডেন্টের অভিশংসনের বিষয়ে ব্রাজিল কংগ্রেসের নিম্নকক্ষে ভোটাভুটি হওয়ার কথা রয়েছে। -এএফপি ও বিবিসি
×