ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ বছর বৃষ্টিও হবে বেশি ॥ ভারতীয় আবহাওয়া দফতর

প্রকাশিত: ০৮:৫৪, ১৩ এপ্রিল ২০১৬

এ বছর বৃষ্টিও হবে বেশি ॥ ভারতীয় আবহাওয়া দফতর

জনকণ্ঠ ডেস্ক ॥ ৪০, ৪২, ৪৩ কোথাও আবার ৪৫ তাপমাত্রার উর্ধমুখী অবস্থা কলকাতাসহ দক্ষিণবঙ্গ হার মানাচ্ছে মরুশহরকেও। দারুণ দহন দিনের পূর্বাভাস মিলছে ভোরেই। এহেন পরিস্থিতিতেই খানিকটা সুখবর শোনাল ভারতীয় আবহাওয়া দফতর। চলতি বছরের তুলনায় বৃষ্টিপাত হবে দেশে। ভারতের আবহাওয়া অফিস জানিয়েছে, অন্য বছরের গড় বৃষ্টিপাতের থেকে বেশি বৃষ্টিপাত হবে। এ সময় দেশজুড়ে গরম বাড়ার সঙ্গে সঙ্গেই বর্ষার অপেক্ষায় দিন গোনা শুরু করেছে সাধারণ মানুষ। গত দু’বছর কম বৃষ্টিপাত হওয়ায় ভয়াবহ খরা দেখেছে দেশের একটা বড় অংশ। বিশেষ করে মহারাষ্ট্র অফিসের এবারের পূর্বাভাস খানিকটা স্বস্তির বার্তা।
×