ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজধানীতে দুই গৃহবধূর মৃত্যু গৃহকর্মীর আত্মহত্যা

প্রকাশিত: ০৮:৫০, ১৩ এপ্রিল ২০১৬

রাজধানীতে দুই গৃহবধূর মৃত্যু গৃহকর্মীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বাড্ডায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। খিলগাঁওয়ে আরেক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এলিফ্যান্ট রোডের একটি সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক কিশোরী গৃহকর্মী আত্মহত্যা করেছে। মঙ্গলবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে এ তথ্য জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাজধানীর বাড্ডায় শাহিদা বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে আলাতুন্নেসা স্কুলগলির গ-৫/১ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে তার পচা-গলা লাশ উদ্ধার করে বিকেলে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পরে শাহিদার বোন-জামাই মোঃ নাসির ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ শনাক্ত করেন। মোঃ নাসির জানান, শাহিদার বাবার নাম সিদ্দিক পাটোয়ারি। গ্রামের বাড়ি ভোলা জেলা সদরে ঢালচর গ্রামে। এ ব্যাপারে বাড্ডা থানায় একটি হত্যা মামলা হয়েছে। এদিকে খিলগাঁওয়ের নবীনবাগ এলাকায় ফাতেমা আক্তার চৈতী (২২) নামে এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ করেন, যৌতুকের কারণে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার পর নিহতের স্বামী মোঃ রমিজউদ্দিন পালিয়েছে। আত্মহত্যা ॥ রাজধানীতে সাত তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে হাসনা আক্তার (১৮) নামে এক গৃহকর্মী আত্মহত্যা করেছেন। মৃত হাসনার বাবার নাম রোকন মিয়া। গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার অষ্টেগ্রাম থানার সারিয়ানগর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে নিউ এলিফ্যান্ট রোডের বি/৭৫ নম্বর হারুন অর রশীদের বাড়িতে কাজ করতেন।
×