ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

৭ শতাংশ জিডিপির কথা বলে সরকার বিভ্রান্ত করছে ॥ ফখরুল

প্রকাশিত: ০৮:১৭, ১৩ এপ্রিল ২০১৬

৭ শতাংশ জিডিপির কথা বলে সরকার বিভ্রান্ত করছে ॥ ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ ৭ শতাংশ জিডিপির কথা বলে সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জাতীয় আয় ও প্রবৃদ্ধির ওপর ২০১৫-১৬ অর্থবছরের যে সাময়িক হিসাব প্রকাশ করেছে তা প্রশ্নবিদ্ধ ও বিভ্রান্তিকর। ফখরুল বলেন, এ সরকারের আমলে ৭.০৫ শতাংশ প্রবৃদ্ধি সম্ভব নয়। এটা অলিক। পরিসংখ্যান ব্যুরো অনেকটা তাড়াহুড়া করে এ হিসেবটি প্রকাশ করেছে। দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সরকারের পরিসংখ্যানের চমকে বিভ্রান্ত হবেন না। তিনি বলেন, পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী মাথাপিছু আয় গত অর্থবছরের ১ হাজার ৩১৬ ডলার থেকে চলতি অর্থবছর ১ হাজার ৪৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে। মাথাপিছু এ আয় ব্যাপক জনগোষ্ঠীর প্রকৃত কল্যাণের সূচক নয়। এর জন্য জানা প্রয়োজন আয় বৈষম্যের সূচক। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, চেয়ারপার্সনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, ড. ওসমান ফারুক, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ। ১লা বৈশাখে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছেন খালেদা জিয়া ॥ পহেলা বৈশাখের দিন নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। ওইদিন বেলা ২টায় এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। চলবে বিকেল ৫টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠানের অনুমতি চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিকট লিখিত আবেদন করা হয়েছে বলেও তিনি জানান।
×