ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএল অভিষেকে উজ্জ্বল মুস্তাফিজ ॥ তবু হারল হায়দরাবাদ

প্রকাশিত: ০৮:১৩, ১৩ এপ্রিল ২০১৬

আইপিএল অভিষেকে উজ্জ্বল মুস্তাফিজ ॥ তবু হারল হায়দরাবাদ

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে পা রেখেই আলো ছড়ালেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভারে ২৬ রান দিয়ে টাইগার কাটার-মাস্টার নিলেন দুই উইকেট। বিশ্ব ক্রিকেটের তুখোড় দুই তারকা এবি ডি ভিলিয়ার্স ও শেন ওয়াটসনকে সাজঘরে ফিরিয়ে ধুন্ধুমার টুর্নামেন্টে নিজের অভিষেকটা স্মরণীয় করে রাখলেন ২০ বছর বয়সী বাংলাদেশী এই পেসার। যদিও এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মঙ্গলবার রাতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে তার দল সানরাইজার্স হায়দরাবাদ হেরে গেছে ৪৫ রানের বড় ব্যবধানে। অধিনায়ক বিরাট কোহলি (৫১ বলে ৭৫) ও ডি ভিলিয়ার্সের (৪২ বলে ৮২) ব্যাটিং তা-বে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২২৭ রানের পাহাড়সম স্কোর গড়ে ব্যাঙ্গালুরু! জবাবে ৬ উইকেটে ১৮২ রানে থেমে যায় হায়দরাবাদের সংগ্রহ। ডেভিড ওয়ার্নার সর্বোচ্চ ৫৮ ও আশিষ রেড্ডি করেন ৩২ রান। দুটি করে উইকেট নিয়েছেন ওয়াটসন ও যুবেন্দ্র চাহাল। ম্যাচসেরা ডি ভিলিয়ার্স। টস জিতে হায়দরাবাদ অধিনায়ক ওয়ার্নার যখন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন, তখনই অপেক্ষার শুরু, কখন বোলিংয়ে আসবেন মুস্তাফিজ? দলীয় তৃতীয় ওভারে অপেক্ষার অবসান হয়। নিজের প্রথম ওভারে দেন মাত্র ৪ রান, তিনটি ডট বল। চতুর্থ ওভার থেকেই ডি ভিলিয়ার্সের ব্যাটে-ঝড়। আর সেই ঝড়ের মাঝেই মুস্তাফিজ তার দ্বিতীয় ওভারে দেন ৬ রান। একটি চার ও দুটি সিঙ্গেলস। এরপরই মুস্তাফিজ কেন স্পেশাল, আন্তর্জাতিক ক্রিকেটের পর আইপিএলও সেটি দেখল। নিজের তৃতীয় ওভার যখন বল করতে আসেন মুস্তাফিজ, ততক্ষণে ম্যাচের রং বদলে গেছে। কোহলি-ভিলিয়ার্স তা-বে রানের চূড়ার পথে ব্যাঙ্গালুরু। প্রথম বলেই ধোঁকা খেলেন ডি ভিলিয়ার্স, একটুর জন্য বেঁচে গেলেন বোল্ড হওয়ার হাত থেকে! দ্বিতীয় বলে আর রক্ষা নেই- আউট, মুস্তাফিজের দুরন্ত কাটারে বল তুলে দিলেন ইয়ন মরগানের হাতে। পরের ডেলিভারিতে ফেরালেন শেন ওয়াটসনকে (৮ বলে ১৯)! উইকেটের পেছনে নামান ওঝাকে ক্যাচ দিয়ে ফেরেন অসি-তারকা। হেরে যাওয়া ম্যাচে ৪-০-২৬-২ ফিগারে মুস্তাফিজই হায়দরাবাদের সেরা বোলার। স্কোর ॥ ব্যাঙ্গালুরু ২২৭/৪ (২০ ওভার), হায়দরাবাদ ১৮২/৬ (২০ ওভার) ফল ॥ ব্যাঙ্গালুরু ৪৫ রানে জয়ী।
×