ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হার্ট খেলতে দিল না টেইলরকে

প্রকাশিত: ০৬:৩৫, ১৩ এপ্রিল ২০১৬

হার্ট খেলতে দিল না টেইলরকে

স্পোর্টস রিপোর্টার ॥ হার্টের অসুখে (হৎদপি-ের গুরুতর সমস্যা) মাত্র ২৬ বছর বয়সে ক্রিকেট ছাড়তে বাধ্য হলেন জেমস টেইলর। অসুস্থতার কারণে গত সপ্তাহে কেমব্রিজ এমসিসিইউয়ের বিপক্ষে ম্যাচ থেকে তাকে সরিয়ে নেয় তার দল নটিংহামশায়ার। তাৎক্ষণিক ভাইরাসজনিত সমস্যা বলে ধারণা করা হলেও বিশেষ স্ক্যান রিপোর্টে টেইলরের হার্টে ‘এসআরভিসি’ রোগ ধরা পড়ে। ‘বিশেষ স্ক্যানে জানা গেছে, ওর হার্টের অবস্থা মারাত্মক’ এক বার্তায় জানিয়েছে নটিংহামশায়ার। জটিল অস্ত্রপচার করাতে হবে। টেইলরের অবস্থা প্যাটট্রিক মুয়াম্বার মতো। ২০১২ সালের মার্চে এফএ কাপে টটেনহাম হটস্পারের বিপক্ষে খেলার মাঠেই হার্ট এ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন বোল্টন ওয়ান্ডার্সের ওই ফুটবলার। ৭৮ মিনিট হৃদস্পন্দন বন্ধ ছিল। এরপর আর কখনই ম্যাচ খেলেননি কঙ্গোয় জন্ম নেয়া মুয়াম্বা। নিজের টুইটার এ্যাকাউন্টে ইংল্যান্ড জাতীয় ক্রিকেটার টেইলর লিখেছেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে কঠিন সপ্তাহ। আমার দুনিয়াটাই যেন উল্টে গেছে। কিন্তু আমি আছি এবং লড়াই চালিয়ে যাব!’ সঙ্গে হ্যাশ ট্যাগ দিয়েছেন, ‘লাইফ ইজ টু শর্ট।’ টেইলরের জীবনের এই ঘোর অমানিশাকে ‘শক’ ও ‘স্যাডনেস’ হিসেবে দেখছেন ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) ডিরেক্টর এ্যান্ড্রু স্ট্রস। সাবেক ইংলিশ অধিনায়ক বলেন, ‘ছোট্ট ক্যারিয়ারে জেমস তার সামর্থ্যরে পুরোটা ঢেলে দেয়ার চেষ্টা করেছে। এটা খুব নিষ্ঠুর বিষয় যে ওর মতো টগবগে তরুণ ও পরিশ্রমী ক্রিকেটারকে আর আন্তর্জাতিক অঙ্গনে দেখা যাবে না। হার্টের কাছে হেরে গিয়ে স্বপ্নকে টেনে নিতে পারবে না।’ তবে টেইলরের পাশে থাকবে ইসিবি। স্ট্রস আরও বলেন, ‘আমরা অবশ্যই ওর পাশে থাকব। নটিংহামশায়ারকে সর্বাত্মক সহযোগিতা করব। কঠিন সময়ে সেরে উঠতে যা যা সম্ভাব্য আমরা তার সবই করব।’ ২০১১ সালের অগাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত টেইলর পরের (২০১২) বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলেন। তবে জাতীয় দলে থিতু হতে কয়েক বছর লেগে যায় তার। এ পর্যন্ত ৭ টেস্টে ৩১২ রান করেছেন। রয়েছে দুটি হাফসেঞ্চুরি। সর্বোচ্চ স্কোর ৭৬। আর ২৭ ওয়ানডেতে ১ সেঞ্চুরিতে করেছেন ৮৮৭ রান। সেঞ্চুরিয়নে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন। শেষ ওয়ানডে গত বছরের নবেম্বরে, দুবাইয়ে পাকিস্তানের বিপক্ষে।
×