ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিজেএমসি ০-০ আরামবাগ

বিজেএমসি-আরামবাগ ম্যাচ ড্র

প্রকাশিত: ০৬:৩৪, ১৩ এপ্রিল ২০১৬

বিজেএমসি-আরামবাগ ম্যাচ ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এক সময় ছিলেন টিম বিজেএমসির পরিচালক। মঙ্গলবার তিনি বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসেছিলেন নিজের পুরনো ক্লাবের খেলা দেখতে। সঙ্গে ছিলেন তার ছোট ভাই অমিত খান শুভ্র, যিনিও বিজেএমসির সাবেক ফুটবলার। ধারণা করা হয়েছিল- তাদের উপস্থিতিতে হয় তো বা উজ্জীবিত হয়ে জয় কুড়িয়ে নেবে বিজেএমসি। কিন্তু তা হয়নি। বরং তারা হতাশার ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘের সঙ্গে। ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবলে’ এটা ছিল নিজেদের চতুর্থ খেলায় বিজেএমসির প্রথম ড্র। ১ জয় ও ২ হারে তাদের পয়েন্ট ৪। অবস্থান ছয় দলের মধ্যে তৃতীয়। উন্নতি হয়েছে এক ধাপ। টপকে গেল রহমতগঞ্জকে। পক্ষান্তরে, তৃতীয় ম্যাচে এটা ছিল আরামবাগের দ্বিতীয় ড্র। মাত্র ১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। নিজেদের প্রথম ম্যাচে বিজেএমসি ১-০ গোলে রহমতগঞ্জকে হারিয়ে শুভসূচনা করে। পরের ম্যাচে লড়াই করে হারে শেখ রাসেলের কাছে, ৩-২ গোলে। তবে তৃতীয় ম্যাচে হারে শোচনীয়ভাবে, ঢাকা আবাহনীর কাছে হারে ৫-০ গোলে। পক্ষান্তরে এই মৌসুমে প্রিমিয়ার লীগে উন্নীত হওয়া আরামবাগ নিজেদের প্রথম ম্যাচে শেখ রাসেলের কাছে ২-১ গোলে হারলেও পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় ফেনী সকারের সঙ্গে ১-১ গোলে ড্র করে। কাউন্সিলর তালিকা চূড়ান্ত বাফুফে নির্বাচন স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচনের কাউন্সিলর তালিকা চূড়ান্ত হয়েছে। খসড়া তালিকার ১৩৪ জনকেই বহাল রেখেছে ফেডারেশনের ত্রুটি-বিচ্যুতি ও সমাধান কমিটি। বুধবার চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। এরপর বিকেলে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। রাজবাড়ী ও বাংলাদেশ বয়েজ ক্লাব তাদের ডেলিগেটস নিয়ে পরশু আপত্তি জানালেও মঙ্গলবার শুনানিতে আসেননি আবেদনকারীরা। রাজবাড়ী ডিএফএর সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানের আপত্তিÑ সভাপতি অধ্যক্ষ এবিএম মঞ্জুরুল আলম দুলাল সভা ছাড়া নিজে ডেলিগেট হয়েছেন। বাংলাদেশ বয়েজ ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুক্তার স্বাক্ষর জাল করে মইনুল হক মঞ্জুর নাম পাঠানো অবৈধ দাবি করা হয়েছে। বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর ত্রুটি-বিচ্যুতি কমিটির শুনানিতে বর্তমান সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিরু তাদের পাঠানো মইনুল হক মঞ্জুকে বৈধ বলেছেন।
×