ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাতিল

প্রকাশিত: ০৬:৩২, ১৩ এপ্রিল ২০১৬

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ বাতিল

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একটি দ্বিপক্ষীয় সিরিজ হওয়ার সম্ভাবনা জেগেছিল। অবশেষে সিরিজ বাতিলই হয়ে গেল। ওয়েস্ট ইন্ডিজের পক্ষ থেকে চেষ্টা ছিল, এ বছর নবেম্বরে সিরিজটি খেলার। কিন্তু সেই সময় বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) হবে। তাই সিরিজ করা সম্ভব নয়। আর এর আগেও সিরিজের কোন সম্ভাবনাই নেই। বিসিবি যদিও চেয়েছে এখন থেকে জুলাই পর্যন্ত যে আন্তর্জাতিক সূচী ফাঁকা রয়েছে, সেই সময় খেলার। কিন্তু তা সম্ভব নয়। প্রথমত, ঢাকা লীগ হবে। দ্বিতীয়ত, ওয়েস্ট ইন্ডিজের নিজেদেরই এ সময়ে সূচী ফাঁকা নেই। সিরিজ যে বাতিলই হয়ে গেছে তা মঙ্গলবার নিশ্চিত করে দিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসই। বলেছেন, ‘নবেম্বরে ওরা আমাদের বিপক্ষে খেলতে চেয়েছিল। কিন্তু বিপিএল থাকায় সেটা সম্ভব হচ্ছে না। এর আগে আমরা সিরিজ আয়োজন করতে পারব না। সব মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ হচ্ছে না।’ দুই পক্ষের আলোচনায় হতে যাওয়া সিরিজটি যে বাতিল হয়ে গেছে, তা বোঝাই যাচ্ছে। সিরিজ যে জুন কিংবা জুলাইতে হওয়া সম্ভব নয়, তা আগে থেকেই বোঝার কথা। বিসিবি যতই এ সময়ে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজ খেলার কথা বলুক, ক্যারিবীয়রা খেলতে পারবে না। তখন ওয়েস্ট ইন্ডিজেরই দেশের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ আগে থেকেই নির্ধারণ হয়ে আছে। ওয়েস্ট ইন্ডিজের তাই জুন-জুলাইয়ে খেলার সম্মতি দেয়ারও কোন প্রশ্ন আসে না। এপ্রিল-মে মাসে থাকবে আইপিএল। এ সময়েও সম্ভব নয়। জুলাইয়ে ভারতের বিপক্ষে চার টেস্টের সিরিজ আছে ওয়েস্ট ইন্ডিজের। আইপিএল শেষ হওয়ার পর থেকে নবেম্বরের মাঝামাঝি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের কোন আন্তর্জাতিক সূচীই খালি নেই। অক্টোবরের শুরু থেকে নবেম্বরের মাঝামাঝি পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৫ ওয়ানডে ও ২ টি২০’র সিরিজ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের। তাই খেলতে হলে নবেম্বরের শেষেই খেলতে হবে। এখানেও আছে বিপত্তি। অক্টোবরে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে বিপিএল হবে। এরপরই আবার ডিসেম্বরের মাঝামাঝিতে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে যেতে হবে বাংলাদেশকে। বিপিএল বাদ দেয়া হলেও এ অল্প সময়ে কী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তড়িঘড়ি একটি সিরিজ খেলা সম্ভব? সম্ভব না। তাই সিরিজটি বাতিলই হয়ে গেছে। বাংলাদেশের বিপক্ষে যদি ওয়েস্ট ইন্ডিজকে জুন-জুলাইয়ে খেলতে হয়, তাহলে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ ও ভারতের বিপক্ষে টেস্ট সিরিজটি বাদ দিতে হবে। এটি কী কোনভাবে সম্ভব ছিল! তাও সম্ভব নয়। তাই কোনভাবেই সিরিজটির স্বপ্ন বাস্তবায়ন হলো না। এর আগে গত বৃহস্পতিবার বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিষয়ে বলেছিলেন, মাস দুয়েকের মধ্যেই বাংলাদেশে আসতে চায় দলটি। এমনকি সেটা হতে পারে ভারতীয় ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক আইপিএলের নবম আসর চলাকালেই। ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটাররা সবাই খেলছেন আইপিএলে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে, আইপিএল বাদ দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সিরিজ খেলাতে পারবে না ক্রিকেটারদের। কোনভাবেই তাই আর সিরিজটি হচ্ছে না। যখন ওয়েস্ট ইন্ডিজ খেলতে চাচ্ছে, তখন সামনে এসে দাঁড়িয়েছে বিপিএল। আর যখন বাংলাদেশ খেলতে চাচ্ছে, তখন সময় নেই ওয়েস্ট ইন্ডিজের। তাই সিরিজ বাতিলই হয়ে গেছে।
×