ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুখোমুখি কলকাতা-মুম্বাই, কলিন মুনরোর স্থলে নাইট শিবিরে সুনীল নারাইনকে দেখা যেতে পারে

সাকিবের জায়গা হবে আজ?

প্রকাশিত: ০৬:২৯, ১৩ এপ্রিল ২০১৬

সাকিবের জায়গা হবে আজ?

স্পোর্টস রিপোর্টার ॥ আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। টাইগার-অলরাউন্ডারকে ছাড়াই দিল্লী ডেয়ারডেভিলসের বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয় পায় গৌতম গাম্ভীরের কেকেআর। ভেন্যু সেই ইডেন গার্ডেন। আজ কি একাদশে সুযোগ হবে সাকিবের? তার চেয়ে বড় প্রশ্ন হতে পারে জায়গা কোথায়! কারণ দুর্দান্ত শুরুর ওই ম্যাচে চার বিদেশী কোটায় ছিলেন ব্র্যাড হগ, জন হেস্টিংস, আন্দ্রে রাসেল ও কলিন মুনরো। পঁয়াতাল্লিশোর্ধ স্পিনার হগ নিয়েছেন ৩ উইকেট, সমান শিকারে ম্যাচসেরা পেস বোলিং-অলরাউন্ডার আন্দ্রে রাসেল, আরেক পেসার হেস্টিংস ২ উইকেট পেতে খরচ করেছেন ৬ রান! জয়ের জন্য লক্ষ্যটা ৯৯ হওয়ায় ব্যাট হাতে নামতেই হয়নি আরেক বিদেশী মুনরোকে। বেচারা। সুনীল নারাইন ফেরায় কিউই ব্যাটসম্যানকে আজ হয়ত বাইরে চলে যেতে হতে পারে। কেকেআর ম্যানেজমেন্টের পক্ষ থেকেই এমন ইঙ্গিত দেয়া হয়েছে। সুতরাং ব্যতিক্রম কিছু না ঘটলে আক্ষরিকই সাকিবের একাদশে জায়গা হওয়ার কথা নয়! অথচ তিনি দলের ভাইটাল-সদস্য। বলিউড বস্ শাহরুখ খানের মালিকানাধীন ফ্রাঞ্চাইজিটি এ পর্যন্ত যে দুবার (২০১২, ২০১৪) শিরোপার স্বাদ পেয়েছে, তাতে ব্যাটে-বলে গুরুত্বপূর্ণ অবদান বাংলাদেশী তারকার। ক’দিন আগে এই ভারতেরই মাটিতে টি২০ বিশ্বকাপে সাত ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ১০ উইকেট নিয়ে দুর্দান্ত পারফর্মেন্স সত্ত্বেও দলীয় কম্বিনেশনের কারণেই হয়ত আপাতত সুযোগ হচ্ছে না সাকিবের। আইপিএল শুরুর ঠিক একদিন আগে অবৈধ বোলিং এ্যাকশনের দায় থেকে মুক্তি পেয়েছেন ধুরন্ধর স্পিনার নারাইন। বাবার মৃত্যুর কারণে সময়মতো ভারতে আসতে না পারায় প্রথম ম্যাচে খেলা হয়নি। তার অনুপস্থিতিতে ৪৫ বছর বয়সী ‘চায়নাম্যান’ হগ চমৎকার বোলিংয়ে ভালমতোই দায়িত্বটা পালন করেন। চার মৌসুমে ৭৪ উইকেট শিকারে কেকেআরের সাফল্যে নারাইনের অবদানকে বলা যায় ‘মহাগুরুত্বপূর্ণ।’ হগ-হেস্টিংস জ্বলে ওঠায় সেই তাকেই একাদশে ফেরাতে হিমশিম খেতে হচ্ছে! ধারণা করা হচ্ছে, মুনরোর স্থলে ক্যারিবিয়ান রহস্যস্পিনারকে আজ মাঠে দেখা যেতে পার। অথবা কোপটা পড়তে পারে হেস্টিংসের ওপরও! কারণ আজকের প্রতিপক্ষ মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে একাধিক ম্যাচে এই হেস্টিংসকে পাত্তাই দেননি। সেটিও মাথায় থাকছে। ইডেনের উইকেট দেখে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে কেকেআর ম্যানেজমেন্ট। কেকেআরের শুরুটা আসলেই ভাল হয়েছে। সেদিন টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন গাম্ভীর। জহির খানের দিল্লীকে ৯৮ রানে গুটিয়ে দিয়ে প্রথম কাজটা করেন বোলাররা। এরপর রবিন উথাপ্পা (৩৩ বলে ৩৫), গাম্ভীর (৪১ বলে ৩৮*) ও মানিষ পান্ডের (১২ বলে ১৫*) ব্যাটে ভর করে ৫.৫ ওভার হাতে রেখে ৯ উইকেটের বড় জয় তুলে নেয় নাইটরা। দলে আছেন সুরিয়া কুমার যাদব, ইউসুফ পাঠান ও পিযুষ চাওলার মতো স্থানীয় পারফর্মার। অন্যদিকে ‘ডিফেন্ডিং’ চ্যাম্পিয়ন মুম্বাইর শুরুটা একদমই ভাল হয়নি। ঘরের মাঠ ওয়াংখেড়ে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নতুন দল রাইজিং পুনে সুপারজায়ান্টসের কাছে ৯ উইকেেটর বড় ব্যবধানে হারে রোহিতরা। ব্যাটিং ব্যর্থতাই তাদের ডোবায়। ৪০ রানে ৫ ও ৬৮ রানে ৭ উইকেট হারানো মুম্বাইকে আরও বড় লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন ব্যাটসম্যান হরভজন (৩০ বলে ৪৫*)! ২০১৩ ও সর্বাশেষ ২০১৫ সালের চ্যাম্পিয়ন মুম্বাই নিশ্চয়ই প্রথম ম্যাচের ব্যর্থতা কাটিয়ে আজ ঘুরে দাঁড়াতে চাইবে। সেই সামর্থ্য অবশ্যই তাদের রয়েছে। ব্যাট হাতে ওপেনিংয়ে রোহিতের পার্টনার ক্যারিবিয়ান তারকা লেন্ডল সিমন্স। জস বাটলার, কাইরেন পোলার্ডের মতো হার্ডহিটার। আছেন ভারত জাতীয় দলের হয়ে ইদানীং আলো ছড়ানো পেসার জাসপ্রিত বুমরা, অলরাউন্ডার হারদিক পান্ডিয়া। নিজের দিনে পেস আক্রমণে কিউই রিক্রুটার মিচেল ম্যাকক্লেনঘানও কম যান না। সুতরাং জমজমাট লড়াই দেখার অপেক্ষায় কলকাতার ইডেন গার্ডেন।
×