ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ক্যান্সার চিকিৎসায় বৈপ্লবিক পদ্ধতি

প্রকাশিত: ০৬:১৪, ১৩ এপ্রিল ২০১৬

ক্যান্সার চিকিৎসায় বৈপ্লবিক পদ্ধতি

ক্যান্সার চিকিৎসায় প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে ইমেজিং কৌশল। এর ফলে রোগীর দেহে কোন্ ওষুধ কাজ করবে বা কোন্টি কাজ করবে না তা আগেই থেকেই জানা সম্ভব হবে। চিকিৎসায় অযথা বিলম্ব হবে না। কোন্ রোগীর উপযুক্ত পদ্ধতি কোন্টি তা আগেভাগেই ঠিক করা যাবে। যুক্তরাজ্যের অর্থায়নে পরিচালিত ইউরোপীয় ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ক্যান্সার রিসার্চের চিকিৎসকরা এ্যাডেনব্রুক হসপিটালের একজন ক্যান্সার রোগীর সোমবার প্রথমবারের মতো ইমেজিং টেকনিক প্রয়োগ করেন। এটি মূলত কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালসের একটি অংশ। ইমেজিং কৌশল প্রয়োগ করে তারা রোগীর দেহের বিপাকীয় ক্রিয়াকলাপ দেখার চেষ্টা করেন। এ থেকে বোঝা যাবে ওই রোগীর চিকিৎসার উপযোগী পদ্ধতি কোনটি হবে। সাধারণত ক্যান্সার ধরা পড়ার পর একজন রোগীর জন্য উপযুক্ত পদ্ধতিটি বের করার বিভিন্ন রকম পরীক্ষা-নিরীক্ষা দরকার হয়। এতে প্রচুর অর্থ ও সময় চলে যায়। অনেক পরীক্ষাই পরবর্তী সময়ে অনাবশ্যক প্রমাণিত হয়। গবেষণা সংস্থাটি জানিয়েছে, ইমেজিং কৌশল রোগীর দেহে আণবিক পরিবর্তনজনিত চিত্রটি চিকিৎসকদের সামনে তুলে ধরে। ক্যান্সার চিকিৎসায় এটি একেবারেই নতুন একটি ধারা। প্রতিটি রোগীকে আলাদা আলাদাভাবে সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি নির্ধারণ সম্ভব হবে। -ফার্মা টাইমস
×