ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম ভেটেরিনারি ভার্সিটি বন্ধ ঘোষণা

প্রকাশিত: ০৬:১২, ১৩ এপ্রিল ২০১৬

চট্টগ্রাম ভেটেরিনারি ভার্সিটি বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের জের ধরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষিত হলো চট্টগ্রাম ভেটেরিনারি এ্যান্ড এ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার বিকেল ৩টায় উপাচার্য ড. গৌতম বুদ্ধ দাশ বিশ্ববিদ্যালয় বন্ধের এ ঘোষণা দিয়ে মঙ্গলবারের মধ্যেই ছাত্রদের এবং আজ বুধবারের মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন। ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা খলিলুর রহমান জানান, সোমবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মেডিসিন অনুষদ ও ফিশারিজ অনুষদের শিক্ষার্থীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ক্যাম্পাসে উত্তেজনার সৃষ্টি হয়। রাতে আরিফুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে মারধর করা হয় বলে অভিযোগ আনে ফিশারিজ অনুষদের শিক্ষার্থীরা। এই অভিযোগের পর উত্তেজনা আরও বেড়ে যায়। এরপর দুই অনুষদের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হয় তাসনিম, এ্যানি ও সুশান নামের তিন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় জনসংযোগ বিভাগ সূত্রে জানা যায়, সোমবারের ঘটনার রেশ ধরে মঙ্গলবারও উত্তেজনা বজায় থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা থাকায় উপাচার্য নিজ ক্ষমতাবলে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন। একই ঘোষণায় মঙ্গলবারের মধ্যে ছাত্রদের এবং বুধবার সকাল ১০টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।
×