ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভারে জাপান প্রবাসীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৬:১১, ১৩ এপ্রিল ২০১৬

সাভারে জাপান প্রবাসীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ এপ্রিল ॥ পৌর এলাকার থানা রোডে রেজাউল করিম (৩৯) নামের এক জাপান প্রবাসীকে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও তার সহযোগীরা। মঙ্গলবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় আরও ৪ জন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। নিহত রেজাউল সাভার রেডিও কলোনি মহল্লার হাজী নাজিম উদ্দিনের ছেলে। পুলিশ হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মজিদ (৩৮) ও হামজা (৩২) নামের দু’জনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। নিহতের চাচা আব্দুস সালাম জানান, পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এরশাদুর রহমানের সঙ্গে তাদের জালেশ্বর মৌজার পৈতৃক ৯ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার সাভার থানা রোডে অবস্থিত ভূমি জরিপ অধিদফতরের সেটেলম্যান্ট অফিসে ওই জমির উপরে বিএস রেকর্ডের রায়ের দিন ধার্য ছিল। রায় তাদের পক্ষে দেয়ায় এরশাদ ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে রেজাউল সেটেলম্যান্ট অফিসের বাইরে এলে কোন কিছু বুঝে উঠার আগেই ছুরি দিয়ে এরশাদ ও তার কয়েকজন সহযোগী তাকে এলোপাতারিভাবে ছুরি দিয়ে কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে। এ সময় রেজাউলকে বাঁচাতে এগিয়ে আসা জিসান (২০), আজিজ (২২), সোহরাব (৫২) ও সাগর (২২) নামের ৪ জনকে কুপিয়ে আহত করা হয়। এদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেটেলম্যান্ট অফিসের পেশকার হাফিজুর রহমান জানান, তাদের অফিসের ভেতরে উত্তেজিত হয়ে বিবদমান দু’ গ্রুপ বাইরে চায়ের দোকানের সামনে সংঘর্ষে জড়িত হয়। নিহত রেজাউল করিম দীর্ঘদিন ধরে জাপান প্রবাসী। সম্প্রতি তিনি ছুটি নিয়ে দেশে আসেন। ২০ এপ্রিল তার জাপান ফিরে যাওয়ার কথা ছিল। সাভার মডেল থানা সিনিয়র সহকারী পুলিশ সুপার (সম্প্রতি অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতি প্রাপ্ত) রাসেল শেখ বলেন, নিহতের লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। দু’জনকে এই হত্যাকা-ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চলছে।
×