ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জেএমবি সদস্য আমজাদ আলীর আমৃত্যু কারাদণ্ড

প্রকাশিত: ০৬:১০, ১৩ এপ্রিল ২০১৬

জেএমবি সদস্য আমজাদ আলীর আমৃত্যু কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ লক্ষীপুর জেলা আদালতে এগারো বছর আগে বোমা হামলার ঘটনায় জেএমবি সদস্য আমজাদ আলীর আপীল পুনঃশুনানির পর আমৃত্যু কারাদ- দিয়েছে সর্বোচ্চ আদালত। অন্যদিকে রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্যানেলের আরও ১২১ জনকে নিয়োগের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সরকারের সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। জেএমবি সদস্য আমজাদ আলীর রায় পুনর্বিচারের আদেশ প্রত্যাহার করে আপীল পুনঃশুনানির পর আমৃত্যু কারাদ- দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপীল বেঞ্চ মঙ্গলবার এই রায় দেন। আদালতে আমজাদের পক্ষে শুনানি করেন আইনজীবী আনিসুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্র্নি জেনারেল শশাঙ্ক শেখর সরকার। ছয় দিন আগের রায় আংশিক প্রত্যাহার করে আপীল বিভাগ কেন পুনঃশুনানি করল জানতে চাইলে রায়ের পর শশাঙ্ক শেখর সাংবাদিকদের বলেন, ‘পূর্ণাঙ্গ রায় হাতে পেলে তা জানা যাবে।’ লক্ষ্মীপুর জেলা আদালতে ২০০৫ সালের ৩ অক্টোবর বোমা হামলার ঘটনায় পরের বছর আগস্টে জেএমবি সদস্য মাসুদুর রহমান মাসুম, আমজাদ আলী ও আতাউর রহমান সানিকে মৃত্যুদ- দেয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। এরপর অন্য একটি মামলায় সানির ফাঁসি কার্যকর হয় এবং বাকি দুই আসামি হাইকোর্টে আপীল করেন। ২০১৩ সালে হাইকোর্ট মাসুমের মৃত্যুদ- বহাল রাখে এবং আমজাদকে খালাস দেয়। মাসুম ওই রায়ের বিরুদ্ধে আপীল করেন; আর রাষ্ট্রপক্ষ আপীল করে আমজাদের খালাসের রায়ের বিরুদ্ধে। প্রধান বিচারপতি নেতৃত্বাধীন আপীল বেঞ্চ গত ৬ এপ্রিল শুনানি করে মাসুমের মৃত্যুদ- বহাল রাখে। আর আমজাদের খালাসের রায় বাতিল করে পুনর্বিচারের আদেশ দেয়া হয়। ডেপুটি এ্যাটর্নি জেনারেল শশাঙ্ক বলেন, আপীল বিভাগ ওই রায়ের আমজাদের অংশটি সোমবার প্রত্যাহার করে নেয়। মঙ্গলবার এ বিষয়ে পুনরায় শুনানি হয়। ‘পুনঃশুনানি শেষে আদালত রাষ্ট্রপক্ষের আপীল মঞ্জুর করে আসামি আমজাদকে আমৃত্যু কারাদ- দেয়।’ আমজাদ আলীকে খালাসের ক্ষেত্রে হাইকোর্টের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছিল, তার বিরুদ্ধে অভিযোগ যথাযথভাবে আমলে নেয়া হয়নি। এ দিকটি বিবেচনায় নিয়েই আপীল বিভাগ আমজাদের ক্ষেত্রে পুনর্বিচারের নির্দেশ দিয়েছিলেন বলে আগের দিন শশাঙ্ক শেখর জানিয়েছিলেন। দুই আসামিই কারাগারে আছেন জানিয়ে তিনি বলেছিলেন, ‘আপীল বিভাগ আমজাদ আলীকে কনডেমসেল থেকে কারাগারে স্থানান্তর করতে বলেছে।’ লক্ষ্মীপুরের আদালতে জেএমবির বোমা হামলার ওই ঘটনায় মজিবুল হক নামে এক বিচারপ্রার্থীর মৃত্যু হয়, বিচারক এমএ সুফিয়ান, বেঞ্চ অফিসার মোঃ শফিকুল্লাহসহ কয়েকজন আহত হন। জেলা আদালতের নাজির বজলুর রহমান ওই দিনই লক্ষ্মীপুর থানায় এ বিষয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। নিয়োগের নির্দেশ ॥ রেজিস্টার্ড বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্যানেলের আরও ১২১ জনকে নিয়োগের নির্দেশ কেন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সরকারের সংশ্লিষ্টদের আগামী ১০ দিনের মধ্যে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার হাইকোর্টের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন। আদালতে রিটকারীদের পক্ষে শুনানিতে আইনজীবী ছিলেন ছিদ্দিক উল্যাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।
×