ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুর্নীতির দায়ে সাবেক সমাজকর্মীর দণ্ড

প্রকাশিত: ০৪:০৯, ১৩ এপ্রিল ২০১৬

দুর্নীতির দায়ে সাবেক সমাজকর্মীর দণ্ড

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ এপ্রিল ॥ দুর্নীতি দমন প্রতিরোধ আইনে দোষী সাব্যস্ত করে সাবেক ইউনিয়ন সমাজকর্মী এ কে এম জাহিদুল ইসলামকে সাত বছর সশ্রম কারাদ- ও ছয় লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। জরিমানা অনাদায়ে তাকে আরও দুই বছর সশ্রম কারাদ- ভোগ করতে হবে। মঙ্গলবার দুপুরে ফরিদপুরের বিশেষ জজ আদালতের হাকিম এ এস এম জহুরুল ইসলাম এ আদেশ দেন। জাহিদুল ইসলাম পলাতক থাকায় তার অবর্তমানে এ আদেশ দেয়া হয়। এ কে এম জাহিদুল ইসলাম ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত ছিলেন। তিনি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার শামুখকোলা গ্রামের বাসিন্দা। জানা গেছে, ১৯৯৬ সালের ৬ নবেম্বর থেকে ২০০১ সালের ৫ জুলাই ফরিদপুরের বোয়ালমারী উপজেলা সমাজসেবা কার্যালয়ে ইউনিয়ন সমাজকর্মী হিসেবে কর্মরত থাকা অবস্থায় ঘুর্ণায়মান তহবিলের ঋণ গ্রহীতাদের কাছ থেকে আদায়কৃত ছয় লাখ ৪৩ হাজার ৫২৩ টাকা সংশ্লিষ্ট ব্যাংকে জমা না দিয়ে আত্মসাত করেছিলেন জাহিদুল ইসলাম। মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার চার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১২ এপ্রিল ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধে জড়িত দুর্গাপুর উপজেলার চ-ীগড় ইউনিয়নের তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এরা হচ্ছেÑ আলমপুর গ্রামের আসক আলী, নওয়াগাঁও গ্রামের শাহনেওয়াজ এবং একই গ্রামের আজিজুর রহমান। দুর্গাপুর থানা পুলিশের সহায়তায় নেত্রকোনা ডিবি পুলিশ মঙ্গলবার দুপুরে নিজ বাড়ি থেকে এদের গ্রেফতার করে। পুলিশ সুপার জয়দেব চৌধুরী জানান, মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারি করা গ্রেফতারি পরোয়ানার প্রেক্ষিতে এদের গ্রেফতার করা হয়েছে। নিজস্ব সংবাদদাতা নরসিংদী থেকে জানান, রমজান আলী (৭৮) নামে নেত্রকোনার এক যুদ্ধাপরাধীকে নরসিংদী থেকে গ্রেফতার করা হয়েছে। শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাট এলাকা থেকে মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। তার বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার ফুলপুর গ্রামে। তার পিতার নাম মৃত আবদুর রহমান। বিদ্যুত দাবিতে বিক্ষোভ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ চব্বিশ ঘণ্টা বিদ্যুত সরবরাহের দাবিতে ডোমার উপজেলার শত শত কৃষক ইউএনও ও বিদ্যুত অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার জোড়াবাড়ি ও কেতকীবাড়ি ইউনিয়নের শত শত কৃষক ১০ কিলোমিটার রাস্তা হেঁটে এ ঘেরাও কর্মসূচী পালন করে। কৃষক আজিজুল হক ডাব, মজিবর রহমান, নুর আলম ও মজদুল হক বলেন, ২৪ ঘণ্টায় তাদের এলাকায় বিদ্যুত দেয়া হয় মাত্র ৩০ মিনিট। এতে বিদ্যুতচালিত সেচযন্ত্র চলে না লো-ভোল্টেজে। লাইলম্যানরা উৎকোচ চায়। উৎকোচ না পাওয়ায় বিদ্যুত দেয় না। ফলে বোরোক্ষেত নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। তারা আরও বলেন, আমাদের সাধারণ কৃষকদের ওপর অতিরিক্ত বিদ্যুত বিলও চাপিয়ে দেয়া হচ্ছে। কৃষকরা উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানার অফিস ঘেরাও করে। এ সময় ইউএনও বিদ্যুতের সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করলে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ডোমার বিদ্যুত অফিস ঘেরাও করে দীর্ঘক্ষণ অবস্থান করে। ইসির তলবে এলাকা ছাড়লেন এমপি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আচরনবিধি ভঙ্গ ও প্রভাব বিস্তারের অভিযোগের কারণে অবশেষে এলাকা ছেড়েছেন। মঙ্গলবার সকালে ডিমলার নিজ বাসভবন থেকে গাড়িযোগে তিনি সৈয়দপুর বিমানবন্দর যান। সেখান থেকে বেলা ১১টায় ইউএস বাংলার বিমানে ঢাকা গমন করেন। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, ডিমলা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীরা তাদের স্বাক্ষরসংবলিত এমপির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ প্রধান নির্বাচন কমিশনারের নিকট প্রেরণ করেছিলেন। সে কারণে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে এমপি আফতাব উদ্দিনকে তলব করা হয়। সিলেটে পেট্রোল পাম্প ধর্মঘটে দুর্ভোগ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিলেটে সাউথ সুরমা সিএনজি এ্যান্ড পেট্রোল ফিলিং স্টেশনে হামলা ও লুটপাটের ঘটনায় সিলেট বিভাগের পেট্রোল পাম্প ও সিএনজি ফিলিং স্টেশনসমূহে মঙ্গলবার সকাল ৬টা থেকে ধর্মঘট পালিত হচ্ছে। সিলেট বিভাগ পেট্রোল পাম্প মালিক সমিতি ও সিএনজি কনভার্সন ওনার্স এ্যাসোসিয়েশন যৌথভাবে এ ধর্মঘটের ডাক দেয়। হঠাৎ করে ধর্মঘট ডাকার ফলে যানবাহন চলাচলের ক্ষেত্রে দুর্ভোগে পড়েছেন চালক-যাত্রীরা। সকাল থেকে বিভিন্ন ফিলিং স্টেশনের সামনে গাড়ির দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। এ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী জানান, সকাল থেকে পুরো বিভাগে সর্বাত্মক ধর্মঘট পালন করা হচ্ছে। সিলেট থেকে মাধবপুর পর্যন্ত পালিত হচ্ছে এ কমর্সূচী। ধর্মঘট চলাকালে কোন পাম্প থেকে তেল ও সিএনজি বিক্রি হয়নি। থানা মামলা রেকর্ড না করা পর্যন্ত তাদের ধর্মঘট চলবে বলে জানান তিনি। শিক্ষকের ওপর হামলা ॥ শিক্ষার্থীদের বিক্ষোভ নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ১২ এপ্রিল ॥ বকশীগঞ্জে কথিত অভিযোগ তুলে ক্লাসরুমে ঢুকে অতর্কিত হামলা চালিয়ে দুই শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাট্রাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। জানা গেছে, গত প্রায় সাত দিন আগে উপজেলার বাট্রাজোড় নগর মাহমুদ উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক ইয়াকুব আলী একই বিদ্যালয়ের দশম শ্রেণীর এক ছাত্রীকে কুরুচিপূর্ণ কথা বলেছেন বলে কথিত অভিযোগ তোলে কয়েক শিক্ষার্থী। এই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে বাট্রাজোড় এলাকার আমিনুল, জানমিয়া ও রুবেল মিয়ার নেতৃত্বে ৫-৭ জনের একটি গ্রুপ বিদ্যালয়ের ক্লাসরুমে ঢুকে সহকারী শিক্ষক ইয়াকুব আলীর ওপর অতর্কিত হামলা চালায়। পরে হামলাকারীদের কবল হতে ইয়াকুব আলীকে উদ্ধার করতে গেলে বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাছরিন আক্তারকেও লাঞ্ছিত করে হামলাকারীরা। এতে দুই শিক্ষক গুরুতর আহত হয়। এই ঘটনায় দোষীদের শাস্তি দাবি করে তাৎক্ষণিক বিক্ষোভ করে শিক্ষার্থীরা। ধর্ষণের অভিযোগে শিক্ষককে শোকজ নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ, ১২ এপ্রিল ॥ আড়াইহাজারে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমানকে শোকজ করা হয়েছে। এ নিয়ে এলাকায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মজিবুর রহমান একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রীকে তার কদমীরচরের বাসায় প্রাইভেট পড়াতেন। গত ২৭ মার্চ সকালে প্রাইভেট পড়ানো শেষ হলে অন্য ছাত্রীদের ছুটি দিয়ে ওই ছাত্রীটিকে পড়া দাগিয়ে দেয়ার কথা বলে বসিয়ে রাখেন। পরে ছাত্রীটিকে ঘরে একা পেয়ে ধর্ষণ করেন শিক্ষক মজিবুর রহমান। সংখ্যালঘুকে নির্যাতনের অভিযোগ স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শ্রীনগরে এক সংখ্যালঘুকে আওয়ামী লীগ কার্যালয়ে ধরে নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার হাসাড়া ইউনিয়নের আলমপুর গ্রামের হিন্দু সম্প্রদায়ের দুলাল ব্যানার্জী (৪৮) আক্ষেপ করে বলেন, বংশের সবাই আওয়ামী লীগ করেও সংখ্যালঘু বলে মারধর থেকে রক্ষা পাচ্ছি না। মার খেয়ে বিচার চাওয়া তো দূরের কথা, উল্টো স্ত্রী-সন্তান নিয়ে এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছি। দুলাল ব্যানার্জী অভিযোগ করে বলেন, তাকে গত সোমবার সন্ধ্যায় হাসাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্প্রতি ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত পরাজিত চেয়ারম্যান প্রার্থী আহসান হাবীব এক চৌকিদারের মাধ্যমে আলমপুর বাজারে আওয়ামী লীগ কার্যালয়ে ডেকে নেয়। সেখানে আহসান হাবীব অভিযোগ তোলেন, দুলাল ব্যানার্জী নির্বাচনে তার প্রতিপক্ষ প্রার্থীর হয়ে টাকা বিলি করেছেন। একপর্যায়ে আহসান হাবীবের নির্দেশে তার লোকজন দুলাল ব্যানার্জীকে এলোপাতাড়ি মারধর শুরু করে এবং টেনেহিঁচড়ে জামাকাপড় ছিঁড়ে ফেলে। পরে এ বিষয় নিয়ে বাড়াবাড়ি করলে দুলাল ব্যানার্জীকে পুনরায় দেখে নেয়া হবে বলে হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয়। এ বিষয়ে আহসান হাবীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দুলাল ব্যানার্জীকে ডেকে নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, দুলাল ব্যানার্জী নির্বাচনে টাকা বিলি করায় একটু ধাক্কাধাক্কি হয়েছে। তাকে মারধর করা হয়নি।
×