ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় নিহত সাত

প্রকাশিত: ০৪:০৮, ১৩ এপ্রিল ২০১৬

সড়ক দুর্ঘটনায় নিহত সাত

জনকণ্ঠ ডেস্ক ॥ কুমিল্লায় বাস চাপায় তিন ও সিরাজগঞ্জে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধাসহ দুই অটোরিক্সা যাত্রী নিহত হয়েছেন। এছাড়া ফরিদপুরে থ্রি-হুইলার ও নাটোরে লেগুনা উল্টে দুই যাত্রী নিহত এবং সিলেটে বাস খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার এ নিজস্ব সংবাদদাতাদের। কুমিল্লা ॥ বাস চাপায় অটোরিক্সার তিন যাত্রী নিহত হয়েছে। মঙ্গলবার সকালে কুমিল্লা-নোয়াখালী সড়কের মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, ঢাকা থেকে ছেড়ে যাওয়া নোয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীত দিক থেকে আসা অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন যাত্রী নিহত হন। নিহতরা হচ্ছেন- নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর গ্রামের আবদুল জব্বারের স্ত্রী নুরজাহান বেগম (৫০), একই গ্রামের তোফায়েল আহাম্মদের স্ত্রী সালেহা বেগম (৪০) ও একই উপজেলার আবুল কাসেমের পুত্র সিএনজি চালক আবুল বাশার। এ ছাড়াও ওই দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন নিহত সালেহা বেগমের স্বামী তোফায়েল আহমেদ। সিরাজগঞ্জ ॥ মঙ্গলবার শাহজাদপুর উপজেলার গাড়াদহে ট্রাক চাপায় মুক্তিযোদ্ধাসহ অটোরিক্সার যাত্রী নিহত ও অপর তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, উপজেলার সদরের রামবাড়ি মহল্লার মুক্তিযোদ্ধা চাঁন মিয়া (৭০) ও গাড়াদহ গ্রামের আব্দুল মান্নান (৬৫)। গুরুতর আহতদের মধ্যে রামবাড়ির নিহত চাঁন মিয়ার ছোট ভাই আইয়ুব আলীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফরিদপুর ॥ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মাঈন উদ্দিন খাঁ (৬৫) নামের এক বৃদ্ধ। মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে সদরপুর-টেপাখোলা আঞ্চলিক সড়কের সদরপুরের পূর্বশ্যামপুর ইটভাঁটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাটোর ॥ বড়াইগ্রামে লেগুনা উল্টে সাদ্দাম হোসেন (২৮) নামে এক যাত্রী নিহত এবং অন্তত ৮ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে পাবনা-নাটোর মহাসড়কে উপজেলার গড়মাটি পাওয়ার স্টেশনের সামনে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে বনপাড়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সিলেট ॥ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় সিলেটের বিয়ানীবাজার মহাসড়কের শেওলা জিরো পয়েন্ট এলাকায় একটি যাত্রিবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ২৫ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
×