ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৪:০৫, ১৩ এপ্রিল ২০১৬

টুকরো খবর

অপহৃত শিশু উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ চট্টগ্রামের বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে অপহৃত আড়াই বছরের শিশু তাহিকে কক্সবাজারের ঈদগাঁও মাইজপাড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শাহেদ হোসেন বাপ্পা, বাপ্পার প্রেমিকা সুমি ও সুমির চাচা মনজুর আলমকে গ্রেফতার করা হয়েছে। অপহৃত তাহি হালিশহর এলাকার বাসিন্দা আবু শাহেদের মেয়ে। মঙ্গলবার ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের সহযোগিতায় বন্দর থানা পুলিশ ঈদগাহ ও মাইজপাড়া এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে। ৫০ মণ জাটকা জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কীর্তনখোলা নদীতে সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। এ অভিযানে জাটকার পাশাপাশি ৫ হাজার মিটার অবৈধ চরঘেরা ও প্রায় ৩ কিলোমিটার লম্বা পাইজাল উদ্ধার করা হয়েছে। ধর্ষণের অভিযোগে আটক ৩ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে পোশাক কর্মী ধর্ষণের অভিযোগে ৩ জনকে আটক করেছে পুলিশ। সুনির্দিষ্ট মামলার ভিত্তিতে সোমবার রাত পৌনে বারটার দিকে নগরীর বালুছড়াসহ বায়েজিদ বোস্তামী থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এদের আটক করে। এরা হলো ওমান গনি, নেজাম উদ্দিন মিন্টু ও আলমগীর হোসেন। জামায়াত নেতা গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ১২ এপ্রিল ॥ নাশকতার পরিকল্পনার অভিযোগে আটপাড়া উপজেলার জামায়াতের নায়েবে আমির রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় থানা পুলিশ সোমবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। মঙ্গলবার বেলা ১২টার দিকে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাদকসহ আটক দুই নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর, ১২ এপ্রিল ॥ ১১৯২ বোতল ফেনসিডিলসহ দুই তরুণকে আটক করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ভাঙ্গা উপজেলার বিশ্বরোডের মোড় থেকে একটি পেঁয়াজ ভর্তি ট্রাক তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার ও দুই তরুণকে আটক করা হয়। এরা হলেন, ট্রাকের চালক যশোরের মনিরামপুর উপজেলার সুন্দলপুর গ্রামের মাহবুর সরদার ও ট্রাকের সহযোগী একই উপজেলার শ্যামপুর গ্রামের আব্দুস সালাম (২৬)। ইবিতে নবীনবরণ ইবি সংবাদদাতা ॥ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, মঙ্গলবার সকাল বিশ^বিদ্যালয়ের টিএসসিসি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বায়োটেকনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম আলাউদ্দিন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সাত্তার প্রমুখ। চার শিবিরকর্মী গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ, ১২ এপ্রিল ॥ চার শিবিরকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার চন্দ্রদিঘলীয়া এলাকার একটি ছাত্র-মেস থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো নাহিদ হাসান, আনিসুর রহমান, জামালউদ্দিন এবং হাসিবুল ইসলাম। এরা চন্দ্রদিঘলীয়া পলিটেকনিক ইন্স্টিটিউটের ৪র্থ ও ৫ম বর্ষের ছাত্র। খুলনায় বর্ষবরণে ব্যাপক প্রস্তুতি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় এবারও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক সংগঠন ও বেসরকারী উন্নয়ন সংগঠন মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচী হাতে নিয়েছে। জেলা প্রশাসনের বৈশাখী আয়োজনে এবার ইলিশ নিষিদ্ধ করা হয়েছে। জাটকা ও মা ইলিশ রক্ষার লক্ষ্যে এ সিদ্ধান্ত জানিয়েছেন জেলা প্রশাসক নাজমুল আহসান নিজেই। খুলনা বিশ্ববিদ্যালয়ের বৈশাখী আয়োজনেও ইলিশ থাকছে না। নাটোর-পাবনা বাস বন্ধ নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ এপ্রিল ॥ বাস শ্রমিকদের মারপিটের জের ধরে মঙ্গলবার নাটোরের সঙ্গে পাবনার সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। পরিবহন শ্রমিকরা জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পাবনার রূপপুর এলাকায় তুহিন পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারকে মারধর করে পাবনা জেলা বাস মিনিবাস মালিক সমিতির শ্রমিকরা। একপর্যায়ে তাদের বাসসহ ধরে নিয়ে এসে পাবনার মুলাডুলি এলাকায় ছেড়ে দেয়া হয়। পরে মারপিটে আহত ওই ২ জনকে নাটোর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। এরই জের ধরে দুপুরে নাটোরের সঙ্গে পাবনার সরাসরি বাস চলাচল বন্ধ করে দেয় নাটোরের পরিবহন শ্রমিকরা। হঠাৎ করে বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এ রুটে চলাচলকারী যাত্রীরা পড়েন ভোগান্তিতে। মানববন্ধন নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ এপ্রিল ॥ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র নাটোর জেলা শাখার উদ্যোগে ৮ম জাতীয় বেতন স্কেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতনবৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন ও ডিসি অফিসে স্মারকলিপি প্রদান করা হয়। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের মাদ্রাসা মোড় এলাকায় ওই সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। ফার্মেসিকে জরিমানা নিজস্ব সংবাদদাতা, সাভার, ১২ এপ্রিল ॥ ঢাকা-আরিচা মহাসড়কের সাভার মডেল থানাধীন হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকাস্থ ‘জামাল ক্লিনিক’ ও ক্লিনিকসংলগ্ন ‘সদর আলী’ ফার্মেসিতে অভিযান চালিয়েছে র‌্যাব-৪ সাভার নবীনগর ক্যাম্পের সদস্যরা। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান চালানো হয়। এ সময় জামাল ক্লিনিকের ম্যানেজার মারুফা ইসলামকে ক্লিনিকের ভেতরে পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকাসহ বেশ কয়েকটি অভিযোগে ২ লাখ টাকা ও সদর আলী ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী রাখার অভিযোগে মালিক ফারুক আহাম্মেদকে ২ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল প্রদান করা হয়। হেমায়েতপুর এলাকায় একটি ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও সার্জিক্যাল সামগ্রী রাখা এবং একটি ক্লিনিককে অপরিষ্কার পরিবেশসহ কয়েকটি কারণে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ স্ত্রী হত্যার দায়ে হাবী সরদারকে মৃত্যুদ-াদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মিজানুর রহমান এ রায় দেন। উল্লেখ্য, মংলার ইপিজেডের একটি কারখানার শ্রমিক হিসেবে কাজ করতেন হাসিনা। দাম্পত্য কলহের জের ধরে ২০১৪ সালের ২১ অক্টোবর সকাল সাড়ে আটটার দিকে হাবী তার স্ত্রী হাসিনা বেগমকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। ছয় শ’ গাছে আগুন নিজস্ব সংবাদদাতা, মাদারীপুর, ১২ এপ্রিল ॥ ইউসুফ বেপারীর মেহগনি বাগানে আগুন দিয়ে ৬শ’ চারা পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা ও বাগানের মালিক জানান, ২০১২ সালের শেষদিকে এক একর ৪০ শতাংশ জমিতে দুই হাজার মেহগনি গাছ রোপণ করেন ইউসুফ বেপারী। কে বা কারা তার বাগানে আগুন ধরিয়ে দেয়। এতে প্রায় ৬শ’ গাছ পুড়ে ছাই হয়ে যায়। মেডিক্যাল কর্মীর দণ্ড নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১২ এপ্রিল ॥ নাটোর শহরের বঙ্গজ্জল এলাকায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির দায়ে গোলাম কবীর নামের এক মেডিক্যাল রিপ্রেজেনটেটিভকে এক বছরের কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
×