ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আল-শাবাবকে সহায়তা

সোমালিয়ায় সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর

প্রকাশিত: ০৩:৫৯, ১৩ এপ্রিল ২০১৬

সোমালিয়ায় সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর

ইসলামপন্থী জঙ্গীগোষ্ঠী আল-শাবাবকে সহায়তাকারী সোমালিয়ার এক সাংবাদিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। পাঁচ সাংবাদিককে হত্যায় জঙ্গীগোষ্ঠী আল শাবাবকে সহায়তার অভিযোগে দেশটির একটি সামরিক আদালত হাসান হানাফি নামের ওই সাংবাদিককে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে। রাজধানী মোগাদিশুতে ওই সেনা আদালতে গত মাসে দণ্ডিত হন এক সময়ের ব্রডকাস্টার হানাফি। তার মৃত্যুদণ্ড ফায়ারিং স্কোয়াডে কার্যকর করা হয়। ২০০৭-২০১১ সালের মধ্যে আল-শাবাবের রোষানলের শিকার হওয়া সম্ভাব্য সাংবাদিকদের চিনিয়ে দিতে সহায়তা করেন হানাফি। আল-শাবাবের মুখপাত্র বলে পরিচিতি পাওয়া রেডিও আন্দালুসে কাজ করার পর হানাফি জঙ্গীগোষ্ঠীর সশস্ত্র শাখায় যোগ দিয়েছিলেন। দ্য কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট বলেছেন, ২০০৭ সাল থেকে সোমালিয়ায় ২৫ জনেরও বেশি সাংবাদিক খুন হয়েছে। আল-শাবাবের হয়ে কাজ করার সময় হানাফি সাংবাদিকদের জঙ্গীগোষ্ঠীতে যোগ না দিলে হত্যার হুমকি দিতেন। -বিবিসি দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে ভোট ব্রাজিলের কংগ্রেসনাল কমিটি দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে ভোট দিয়েছে। এতে অভিশংসন এড়ানোর চেষ্টারত রুসেফের প্রত্যাশা বড় ধরনের ধাক্কা খেয়েছে। খবর বিবিসির। ব্রাজিলের ক্রমবর্ধমান বাজেট ঘাটতি লুকাতে প্রেসিডেন্ট রুসেফ সরকারী হিসাব প্রভাবিত করেছেন বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগে প্রেসিডেন্টকে অভিশংসনের মুখোমুখি করতে চান দেশটির কংগ্রেসের বিরোধীদলীয় সদস্যরা। কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসনের বিষয়ে ভোটাভুটির আগে প্রেসিডেন্টের অভিশংসনের পক্ষে কতটা সমর্থন আছে তা যাচাই করতে কংগ্রেসনাল কমিটির সদস্যদের মধ্যে ভোটাভুটি হয়।
×