ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জাটকা ইলিশ ও জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ॥ দুই বিক্রেতার কারাদণ্ড

প্রকাশিত: ০৭:৫৬, ১২ এপ্রিল ২০১৬

জাটকা ইলিশ ও  জেলি মিশ্রিত চিংড়ি বিক্রি ॥  দুই বিক্রেতার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে জাটকা ইলিশ ও জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির অভিযোগে দুই মাছ বিক্রেতাকে এক বছর করে সশ্রম কারাদ- দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। দ-িতদের নাম শাহজালাল (৩২) ও মিজবা মীনা (২৪)। এ সময় তাদের কাছ থেকে এক’শ কেজি জাটকা ইলিশ ও এক’শ কেজি চিংড়ি জব্দ করা হয়। দ-প্রাপ্ত শাহজালালের বাবার নাম মৃত মোহন মিয়া। গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রায়পুর থানার ১ নম্বর চার আবাবী গ্রামে।
×