ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ব্যবসায় উদ্যোগ

প্রকাশিত: ০৭:১৯, ১২ এপ্রিল ২০১৬

ব্যবসায় উদ্যোগ

(পূর্ব প্রকাশের পর) ২৫. কর্মীদের দক্ষতা বাড়ে কীভাবে? ক) প্রেষণার মাধ্যমে খ) পরিশ্রমের মাধ্যমে গ) শিক্ষার মাধ্যমে ঘ) প্রশিক্ষণের মাধ্যমে ২৬. ফ্রানসাইজিং চুক্তি বলে ফ্রানসাইজর কখন চুক্তি বাতিল করতে পারে? ক) ফ্রানসাইজির কার্য অধিকার দেয়ার আগেই ফ্রানসাইজার ফি দাবি করলে খ) ফ্রানসাইজরের মানদন্ড অনুযায়ী ব্যবসায় সফল না হলে গ) ব্যবসায়ের এলাকা নির্ধারণ, অবকাঠামো নির্মাণ করতে না পারলে ঘ) ফ্রানসাইজরের প্রেরিত পণ্য অধিক মূল্যে বিক্রয় করলে ২৭. ক্ষুদ্র শিল্প সম্পর্কে উপযুক্ত তথ্য হলো- র. দেশজ কাঁচামাল, উপযুক্ত শ্রমিক ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের সদ্ব্যবহার করা যায় রর. বৃহদায়তন শিল্পের কাঠামো শক্তিশালীকরণে সহায়তা করায় এর নিজস্ব কাঠামো দুর্বল থেকে যায় ররর. বাংলাদেশের মত উন্নয়নশীল দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও শিল্পায়নে এ শিল্পের গুরুত্ব অপরিসীম নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২৮. সুচিন্তিত কর্মপদ্ধতি বলা হয় কোনটিকে? ক) পরিকল্পনা খ) প্রকল্প গ) প্রেষণা ঘ) নিয়ন্ত্রণ ২৯. পচনজাতীয় পণ্য হল- র. ফল-মূল ও শাক-সবজি রর. চাল-ডাল ও ডিম ররর. মাছ-মাংস ও শাক-সবজি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর গ) র ও ররর ঘ) রর ও ররর ৩০. জনাব সুমন সম্প্রতি অংশীদারি ব্যবসায়ের মালিকানা কোম্পানিতে পরিণত করার মাধামে জনগনের নিকট শেয়ার বিক্রয় করার উদ্যোগ নেন। কী কারণে তিনি কোম্পানি ব্যবসায় গঠন করেন? ক) অসীম দায় খ) মূলধনের সীমাবদ্ধতা গ) স্থায়িত্বহীনতা ঘ) আইনগত সুবিধা ৩১. কোনটি পরিবেশের পারিপার্শ্বিক উপাদান? ক) সংস্কৃতি খ) অর্থনীতি গ) নদনদী ঘ) জীবনধারা ৩২. জনাব মমিনুল অংশীদারি ব্যবসায় গঠনের জন্য আগ্রহী। এ জন্য তাকে কমপক্ষে কতজন ব্যক্তির মধ্যে চুক্তি সম্পাদন করতে হবে? ক) ২ জন খ) ৪জন গ) ৬ জন ঘ) ৮ জন ৩৩. আত্মকর্মসংস্থানে সবচেয়ে বড় মূলধন কোনটি? ক) মনোবল খ) নিজের দক্ষতা গ) উদ্যোগ ঘ) সাহসিকতা ৩৪. ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতে ব্যবসায় উদ্যোগ গ্রহণের অভ্যাসআমাদের দেশে গড়ে না ওঠার কারণ কোনটি? ক) বৃত্তিমূলক শিক্ষার অভাব খ) প্রচার-প্রচারণার অভাব গ) উৎসাহ প্রদানের অভাব ঘ) মূলধনের অভাব ৩৫. নিচের কোনটি ফ্রানসাইজিং ব্যবসায়ের উদাহরণ? ক) ব্যান্ড বকস কোম্পানি খ) স্কয়ার গ) আজাদ প্রডাক্টস ঘ) আশা ৩৬. অদক্ষ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করার ক্ষেত্রে কে ভূমিকা রাখে? ক) ক্রেতা খ) ভোক্তা গ) উদ্যোক্তা ঘ) বৈদেশিক কুটনৈতিক ৩৭. কোনো বিশেষ কাজ যথার্থভাবে সম্পাদন করার স্বার্থে কোনটি প্রয়োজন? ক) প্রশিক্ষণ খ) অভিজ্ঞতা গ) শিক্ষাগত যোগ্যতা ঘ) আত্মবিশ্বাস ৩৮. সাধারণ অংশীদারের বৈশিষ্ট্য হলো- র. মূলধন বিনিয়োগ কওে রর. ব্যবসায় পরিচালনায় অংশগ্রহণ করে ররর. শুধুমাত্র নিজস্ব শ্রম ও দক্ষতা সক্রিয়ভাবে নিয়োজিত রাখে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩৯. সাধারণত কোনটি অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে উল্লেখ থাকে? র. অংশীদারি ব্যবসায়ের নাম ও ঠিকানা রর. ব্যবসায়ের প্রকৃতি উদ্দেশ্য ও আওতা ররর. ব্যবসায়ের কার্যকাল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৪০. সানোয়ার, আউয়াল ও শাওন একটি অংশীদারি ব্যবসায়ের সদস্য। আউয়াল ক্যান্সারজনিত কারণে মৃত্যুবরন করলে তার ছেলে রিয়াজ মুনাফায় অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানটির অংশীদার হলো- র. সানোয়ার রর. শাওন ররর. রিয়াজ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর: ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (গ) ২৮. (খ) ২৯. (গ) ৩০. (খ) ৩১. (গ) ৩২. (ক) ৩৩. (খ) ৩৪. (ক) ৩৫. (ক) ৩৬. (গ) ৩৭. (ক) ৩৮. (ক) ৩৯. (ঘ) ৪০. (ক)
×