ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলা প্রথম পত্র

নবম-দশম শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৮, ১২ এপ্রিল ২০১৬

নবম-দশম শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ১৮. কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক? ক) প্রফুল্ল­ খ) চন্দ্রগুপ্ত গ) বুদ্ধদেব ঘ) অরূপ রতন ১৯. পাকিস্তানী শাসকবর্গ ছিল- র. ধর্মান্ধ রর. সংকীর্ণ দৃষ্টিভঙ্গির অধিকারী ররর. নয়া ঔপনিবেশবাদী নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২০. ‘এই দুর্ঘটনায় একটা কান্না পড়িয়া গেল’- কোথায়? ক) বিবাহসভায় খ) অন্তঃপুরে গ) বৈঠকখানায় ঘ) বহির্বাটীতে ২১. আমাদের শিক্ষিত সমাজের নেতিবাচক মনোভাব হলো- র. তারা কোন বই কিনেন না- রর. তারা পেশাগত প্রয়োজন ছাড়া বই কিনেন না- ররর. ব্যবহারিত উপযোগ পূরণের জন্য বই কিনেন- নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ২২. রুমীর ‘মার্সি পিটিশন’ করা না করার ব্যাপারে লেখিকা ও তাঁর স্বামী দ্বিধাদ্বন্দ্বে কাটিয়েছেন কত সময়? ক) একদিন দুরাত খ) দুদিন দুরাত ] গ) দুদিন তিনরাত ঘ) তিনদিন তিনরাত ২৩. বিশ্বসাহিত্যের সর্বাপেক্ষা প্রাচীন বিষয় নিয়ে আলোচনা করছিলেন মুর্শিদুল হাসান। ‘সাহিত্যের রূপ ও রীতি’ প্রবন্ধে বর্ণিত উক্ত বিষয়টির নাম কী? ক) কবিতা খ) নাটক গ) উপন্যাস ঘ) প্রবন্ধ ২৪. অভাগীর বাবা পেশায় কী ছিল? ক) জেলে খ) কৃষক গ) নাপিত ঘ) দিনমজুর ২৫. কাঙালীর বাবাকে অভাগী ধরে আনতে বলেছিল কেন? ক) শাস্তি দেওয়ার জন্য খ) টাকা পাবে বলে গ) সম্পত্তি লিখে দিতে ঘ) পায়ের ধুলো নেওয়ার জন্য ২৬. কত বছর বয়সে কাজী নজরুল অসুস্থ হন? ক) আটত্রিশ বচর বয়সে খ) তেতাল্লিশ বছর বয়সে গ) পঁয়তাল্লিশ বছর বয়সে ঘ) ছিয়াত্তর বছর বয়সে ২৭. পবিত্রতার প্রতীক হিসেবে লেখক ‘অভাগীর স্বর্গ’ গল্পে কী ব্যবহারের কথা বলেছেন? ক) পানি খ) গোবরজল গ) ধূপ ঘ) চন্দন ২৮. মানুষকে মনুষ্যত্বলোকের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া কার কাজ? ক) ধর্মের খ) সমাজের গ) শিক্ষার ঘ) শিক্ষা কর্মকর্তার ২৯. ‘অভাগীর স্বর্গ’ গল্পে কুটীর প্রাঙ্গণে কী গাছ আছে? ক) তাল খ) বড়ই গ) বেল ঘ) জলপাই ৩০. কাজী নজরুল ইসলাম জন্ম কোন জেলায়? ক) আসাম খ) মেদিনিপুর গ) কলকাতা ঘ) বর্ধমান ৩১. ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধটির ভাষারীতি কী? ক) সাধু খ) চলিত গ) আঞ্চলিক ঘ) মিশ্র ৩২. কবি নিমগাছের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলেন কেন? ক) এর সৌন্দর্যের জন্য খ) এর ঔষধী গুণের জন্য গ) বৃক্ষপ্রেমের জন্য ঘ) কোন কারণ ছাড়াই ৩৩. রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কিশোর জীবনী লেখেন - ক) হায়াৎ মামুদ খ) কবীর চৌধুরী গ) আনিসুজ্জামান ঘ) হুমায়ুন আজাদ ৩৪. ১৯৭১ সালের ১৩ এপ্রিল কী বার ছিল? ক) শনিবার খ) রবিবার গ) সোমবার ঘ) মঙ্গলবার ৩৫. বনফুল কী ধরনের লেখনীর মাধ্যমে সাহিত্য অঙ্গনে প্রবেশ করেন? ক) নাটক খ) উপন্যাস গ) ছোটগল্প ঘ) ব্যঙ্গ কবিতা ও প্যারডি ৩৬. কত শতকের পূর্বে বাংলায় কোন উপন্যাস রচিত হয় নি? ক) আঠার খ) ঊনিশ গ) বিশ ঘ) একুশ সঠিক উত্তর ১৮. (ঘ) ১৯. (ঘ) ২০. (খ) ২১. (খ) ২২. (খ) ২৩. (খ) ২৪. (ক) ২৫. (ঘ) ২৬. (খ) ২৭. (খ) ২৮. (গ) ২৯. (গ) ৩০. (ঘ) ৩১. (ক) ৩২. (ক) ৩৩. (ক) ৩৪. (ঘ) ৩৫. (ঘ) ৩৬. (খ)
×