ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

একাদশ শ্রেণির পড়াশোনা

প্রকাশিত: ০৭:১৫, ১২ এপ্রিল ২০১৬

একাদশ শ্রেণির পড়াশোনা

(পূর্ব প্রকাশের পর) ৩৫. বৃহদায়তন অপেক্ষা একমালিকানা ব্যবসায় গঠনে উৎসাহী হবার কারণ কী? ক) ঝুঁঁকির পরিমাণ বেশি খ) ঝুঁঁকির পরিমাণ কম গ) এক্ষেত্রে পণ্যের চাহিদা রুচির সাথে অপরিবর্তনশীল ঘ) নিবন্ধন বাধ্যতামূলক ৩৬. সমবায় সংগঠনের ব্যাপারে অশিক্ষিত ও স্বল্পশিক্ষিত দরিদ্র মানুষ নিরুৎসাহিত হয়ে পড়ছে কারণÑ র. প্রচুর মূলধন প্রয়োজন রর. এর গঠন জটিল ররর. নিয়ন্ত্রণ প্রক্রিয়া জটিল নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর ৩৭. বিশ্ববিখ্যাত খুচরা পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান কোনটি? ক) ওয়ার্ল্ড মার্ট খ) ওয়ার্ল্ড মার্ক গ) ওয়াল মার্ট ঘ) ওয়াল মার্ক ৩৮. যে স্টকে নির্দিষ্ট পরিমাণ লভ্যাংশ এবং মূলধন ফেরত সম্বন্ধে স্টক মালিকদের নিশ্চয়তা প্রদান করা হয় তাকে কী বলে? ক) ঋণপত্র স্টক খ) সরকারি স্টক গ) অগ্রাধিকার স্টক ঘ) প্রতিশ্রুতি স্টক ৩৯. মালিকের প্রত্যক্ষ তত্ত্বাবধানের কারণে কোন সুবিধা বেশি পাওয়া যায়? ক) অধিক উৎপাদন খ) সহজ নিয়ন্ত্রণ গ) কর্মসংস্থান ঘ) ঝামেলা কম ৪০. 'ইঞঈখ' কী পরিমাণ ল্যান্ড লাইন গ্রাহককে সেবা প্রদান করেছে? ক) প্রায় ১০ লক্ষ খ) ৯ লক্ষ গ) ১০ লক্ষ ঘ) ১১ লক্ষ ৪১. এককভাবে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে সুবিধা পাওয়া যায় কোন ব্যবসায় সংগঠনে? ক) কোম্পানি খ) অংশীদারি গ) একমালিকানা ঘ) রাষ্ট্রীয় ৪২. পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রেÑ ক) সর্বোচ্চ সদস্যসংখ্যা ৫০ জন খ) দায় সীমিত গ) মালিকানা হস্তান্তর করা যায় না ঘ) সীমাবদ্ধ স্থায়িত্ব ৪৩. কোম্পানি নিবন্ধিত হওয়র পর কত দিনের মাঝে ব্যবসায় আরম্ভ করতে ব্যর্থ হলে আদালত কর্তৃক বাধ্যতামূলক বিলোপসাধন ঘটবে? ক) ৭ দিনের মধ্যে খ) ৩০ দিনের মধ্যে গ) ১৮০ দিনের মধ্যে ঘ) ৩৬৫ দিনের মধ্যে ৪৪. কিসের মাধ্যমে আবিষ্কারককে তার স্বীকৃতিস্বরূপ একটি নির্দিষ্ট সময়ের জন্য একচেটিয়া মালিকানা প্রদান করা হয়? ক) পেটেন্ট খ) কপিরাইট গ) লাইসেন্স ঘ) ট্রেডমার্ক ৪৫. ‘বাংলাদেশ বস্ত্রকল সংস্থা’ (ইঞগঈ)’ কী ধরনের ব্যবসায়ে নিয়োজিত? ক) শিল্প খ) সেবাধর্মী গ) বাণিজ্য ঘ) ব্যবসায় ৪৬. চুক্তিপত্র সকল অংশীদার দ্বারা হতে হয়Ñ র. গ্রহণযোগ্য রর. স্বাক্ষরিত ররর. অনুমোদিত নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র ও রর ৪৭. বাংলাদেশে কত সালের সমবায় বিধিমালা চালু রয়েছে? ক) ১৯৮৪ খ) ১৯৮৭ গ) ২০০১ ঘ) ২০০৪ ৪৮. ইউসুফ তালুকদার থাইল্যান্ড থেকে চাল আমদানি করে দেশে মোড়কিকরণ করে মায়ানমারে রপ্তানি করেন। মায়ানমার থেকে তিনি আপেল, কমলা জাতীয় ফল আমদানি করে দেশে বাজারজাত করেন। ইউসুফ তালুকদার জড়িতÑ র. আমদানি বাণিজ্যের সাথে রর. রপ্তানি বাণিজ্যের সাথে ররর. পুনঃরপ্তানি বাণিজ্যের সাথে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর চট্টগ্রামের হামজারবাগ এলাকায় ট্যানারি থেকে দূষিত বর্জ্য নির্গমনের ফলে এলাকার মানুষ আন্দোলনে নেমেছে এবং প্রতিকারের জন্য সরকারের নিকট নানা দাবি জানাচ্ছে। ৪৯. উৎপাদিত দ্রব্য অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে বণ্টনে ব্যবসায় পরিবেশের কোন উপাদানের ভূমিকা অধিক? ক) প্রাকৃতিক খ) সামাজিক গ) বিজ্ঞান ও প্রযুক্তিগত ঘ) সাংস্কৃতিক ৫০. অনলাইন ব্যবসায় হলো- ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ৩৫. (খ) ৩৬. (খ) ৩৭. (গ) ৩৮. (ঘ) ৩৯. (খ) ৪০. (ক) ৪১. (গ) ৪২. (খ) ৪৩. (ঘ) ৪৪. (ক) ৪৫. (ক) ৪৬. (ঘ) ৪৭. (ঘ) ৪৮. (ঘ) ৪৯. (খ) ৫০. (গ)
×