ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বার্সিলোনার সঙ্গে ব্রাজিলিয়ান অধিনায়কের চুক্তি ফাঁসের গুজব

নেইমারের বেতন অনেক কম!

প্রকাশিত: ০৭:০২, ১২ এপ্রিল ২০১৬

নেইমারের বেতন অনেক কম!

স্পোর্টস রিপোর্টার ॥ বোমা ফাটানো খবরই বলতে হবে। ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার না কি বার্সিলোনায় তেমন ভাল বেতন পান না! বার্সার সঙ্গে তার চুক্তিকে ঘিরে তুলকালাম। এমনিতেই কর ফাঁকির মামলার কারণে যাতনায় আছেন। যা এখনও চলমান। এই সময় ‘ফুটবল লিকস’ নামের ফুটবল ওয়েবসাইট বার্সার সঙ্গে নেইমারের চুক্তির খুঁটিনাটি প্রকাশ করেছে এমন গুজব বাতাসে। এ নিয়ে রীতিমতো তোলপাড় ফুটবলবিশ্বে। ২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্টোস ছেড়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সিলোনায় আসেন নেইমার। চুক্তি অনুযায়ী মৌসুমপ্রতি নেইমারের বেতন ৫ মিলিয়ন ইউরো। যদিও তাতে অনেক বোনাস যোগ হওয়ার সুযোগ আছে, যেখানে বর্তমান চুক্তি শেষে তার আয় হবে অন্তত ৪৯.৫ মিলিয়ন ইউরো। ফাঁস হওয়া নথিতে জানা গেছে, সাইনিং বোনাস হিসেবে বাড়তি ৮.৫ মিলিয়ান ইউরো পান নেইমার এবং চুক্তিপত্রে তার বাইআউট ক্লজ বাবদ ১৯০ মিলিয়ন ইউরো চূড়ান্ত করা হয়েছিল। এসব ছাড়া আরও দিকও তুলে ধরেছে ওয়েবসাইটটি। নেইমারকে পেতে রীতিমতো লাইন ধরে আছে বিশ্বের বাঘা বাঘা ক্লাবগুলো। মেসি-রোনাল্ডোর পর বর্তমান বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ও কাক্সিক্ষত ফুটবলার তিনি। বেতন-ভাতাও তাই এ দুই তারকার আশপাশেই হওয়া উচিত ব্রাজিলিয়ান তারকার। কিন্তু চমকে ওঠার মতো তথ্য দিয়েছে ফুটবল লিকস। নেইমারের চুক্তি থেকে জানা যাচ্ছে, প্রতি মৌসুমে বেতন হিসেবে বার্সিলোনা তাকে ৫ মিলিয়ন ইউরো দেয়। অথচ নিষ্প্রভ থাকা ওয়েন রুনি ম্যানইউ থেকে বেতন পান নেইমারের তিন গুণ! উল্লেখ্য, মেসির বেতন ২২ মিলিয়ন ইউরো। অবশ্য বেতনের চেয়ে নেইমারের বোনাসের অঙ্কটাই বেশি বোধ হয়! পাকিদের ইংল্যান্ড সফর চূড়ান্ত স্পোর্টস রিপোর্টার ॥ প্রায় দুই মাসের জন্য ইংল্যান্ড সফরে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। সফরে ইংলিশদের বিপক্ষে ৪ টেস্ট, ৫ ওয়ানডে, আর এক টি২০ ম্যাচ ছাড়াও তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। এর মাঝেই আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজেও অংশ নেবে আজহার আলীর নেতৃত্বাধীন পাকিস্তান। টেস্ট ও টি২০ অধিনায়ক যথাক্রমে মিসবাহ-উল হক ও সরফরাজ আহমেদ। আগামী জুলাইয়ের ৩ থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ইংল্যান্ডে অবস্থান করবে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। ৩ জুলাই তিনদিনের প্রস্তুতি ম্যাচ দিয়ে সফর শুরু তাদের। টেস্ট সিরিজ শেষে ১৮ ও ২০ আগস্ট পাকিস্তান দুটি ওয়ানডে ম্যাচ খেলবে আইরিশদের বিপক্ষে। আর ২৪, ২৭, ৩০ আগস্ট ও ১ ও ৪ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ৫ ওয়ানডে ম্যাচ খেলবে পাকিস্তান। ওল্ডট্রাফোর্ডে এক টি২০ ম্যাচ খেলবে সরফরাজ আহমেদের দল। ৭ সেপ্টেম্বর দিবারাত্রির এই টি২০ ম্যাচ দিয়ে দীর্ঘ সফর শেষ করবে পাকিস্তান।
×