ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এশিয়ান খো খোতে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল রানার্সআপ

প্রকাশিত: ০৬:৫৯, ১২ এপ্রিল ২০১৬

এশিয়ান খো খোতে বাংলাদেশ পুরুষ ও মহিলা দল রানার্সআপ

স্পোর্টস রিপোর্টার ॥ গত ৮-১০ এপ্রিল পর্যন্ত ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে অনুষ্ঠিত হয় ‘এশিয়ান খো খো চ্যাম্পিয়নশিপ।’ খেলা শেষে বাংলাদেশ জাতীয় পুরুষ ও মহিলা খো খো দল সোমবার দুপুরে দেশে ফিরে আসে। বাংলাদেশ পুরুষ ও মহিলা খো খো দল দক্ষিণ কোরিয়া, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উন্নীত হয় এবং ভারতের কাছে মহিলা দল ১৬-২৬ পয়েন্টে হেরে রানার্সআপ হয়। সেরা খেলোয়াড়ের পুরষ্কার পান বাংলাদেশ দলের আরিফা এবং হাসিবা সিদ্দিকা। পুরুষ দলও একই দলগুলোকে হারিয়ে ফাইনালে ওঠে। ফাইনালে ভারতের কাছে ১৬-২৭ পয়েন্টে হেরে রানার্সআপ হয়। ভারতের লোকসভার স্পীকার ও আয়োজক কমিটির সভাপতি সুমিত্রা মহাজন প্রধান অতিথি হিসেবে ফাইনালিস্ট দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। ৮ ফুটবলারের ভাগ্য নির্ধারণ আজ স্পোর্টস রিপোর্টার ॥ টানা তিনদিন শুনানির পরও সমাধান হয়নি ৮ ফুটবলারকে নিজেদের ক্লাব ফেরত পেতে শেখ জামাল ধানম-ির করা রিট পিটিশন। বৃহস্পতিবার ও রবিবারের পর সোমবারও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিক ও রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে শুনানি অনুষ্ঠিত হয়। সোমবার আদালতে বাফুফে তাদের যুক্তি উপস্থাপন করে। একপর্যায়ে শেখ জামালের পক্ষ থেকে রিট পিটিশনের শুনানি ১৪ এপ্রিলের পরও চালিয়ে যাওয়ার অনুরোধ করা হয়। উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল থেকে ২৮ দিনের অবকাশ থাকবে হাইকোর্ট। শেখ জামালের আইনজীবীরা অবকাশের পরেও রিটের শুনানি করার আবেদন জানান। কিন্তু বিচারপতিরা তা অগ্রাহ্য করেন।
×