ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা দিবস টেনিস

দীপু লালের দ্বি-মুকুট, প্রীতির শিরোপা

প্রকাশিত: ০৬:৫৯, ১২ এপ্রিল ২০১৬

দীপু লালের দ্বি-মুকুট, প্রীতির শিরোপা

স্পোর্টস রিপোর্টার ॥ রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে ‘স্বাধীনতা দিবস টেনিস ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রমনার জাতীয় টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে পুরুষ এককে নরডিক ক্লাবের দীপু লাল ইঞ্জিনিয়ার্স রিক্রিশেন সেন্টারের অমল রায়কে, মহিলা এককে বিকেএসপির আফরানা ইসলাম প্রীতি বিকেএসপির পপি আক্তারকে, পুরুষ দ্বৈতে দীপু লাল ও আনোয়র হোসেন জুটি মাহমুদুল হক ও হাসিবুল হক জুটিকে, মহিলা দ্বৈতে ঈশিতা ও জয়া জুটি বিকেএসপির প্রীতি ও লক্ষ্মী জুটিকে, বালক এককে (অ-১৪) বিকেএসপির তামিম বিন জাহিদ এলিট টেনিস একাডেমির জুয়েলকে, বালিকা এককে (অ-১৪) বিকেএসপির পপি আক্তার বিকেএসপির ইতি আক্তারকে, বালক এককে (অ-১২) জাতীয় টেনিস কমপ্লেক্সের আলভি বিকেএসপির জুবায়েত উৎসকে, বালিকা এককে (অ-১২) জাতীয় টেনিস কমপ্লেক্সের এলসা সৈয়দ ব্রাহ্মণবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থার মাসফিয়া আফরিনকে, মিনি টেনিস গ্রুপে বালক গ্রুপে (অ-১০) গুলশান ইয়ুথ ক্লাবের জায়ার, বালিকা (অ-১০) গ্রুপে গুলশান ইয়ুথ ক্লাবের ভাইভাভি, বালক (অ-৮) গ্রুপে জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের আহনাফ মুনাসির সিয়াম এবং বালিকা (অ-৮) গ্রুপে নওগাঁ টেনিস ক্লাবের রাইকা, সিনিয়র দ্বৈত ৫০+ ইভেন্টে টাইগার ও বপু জুটি (নওগাঁ টেনিস ক্লাব) এবং সিনিয়র দ্বৈত ৫৫+ এ প্রকৌশলী গিয়াস ও প্রকৌশলী আব্দুর রহমান জুটি চ্যাম্পিয়ন হন।
×