ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বাধীনতা কাপ ফুটবল ॥ চট্টগ্রাম আবাহনী ২-১ উত্তর বারিধারা

চট্টগ্রাম আবাহনীর ঘাম ঝরানো জয়

প্রকাশিত: ০৬:৫৮, ১২ এপ্রিল ২০১৬

চট্টগ্রাম আবাহনীর ঘাম ঝরানো জয়

স্পোর্টস রিপোর্টার ॥ চৈত্রের দাবদাহে প্রাণ ওষ্ঠাগত। এর প্রভাব পড়েছে চলমান ‘কেএফসি স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্ট’-এও। তীব্র গরমের কারণে টুর্নামেন্টের খেলার সময় পিছিয়ে দেয়া হয়েছে। টুর্নামন্টের ফাইনাল খেলাও পিছিয়ে গেছে দশদিন। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের খেলাটি শুরু হয় এক ঘণ্টা পরে। তারপরও গরমে স্বাভাবিক খেলা খেলতে নাভিশ্বাস উঠেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং উত্তর বারিধারা ক্লাবের। ৩৭ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় খেলতে নেমে তাতে জয়ী হয়েছে বন্দরনগরীর দলটিই। তারা ২-১ গোলে হারিয়েছে বারিধারাকে। এটা তাদের টানা দ্বিতীয় জয়। এর আগে তারা ২-০ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধা সংসদকে। আবাহনীর সংগ্রহ ২ খেলায় ৬ পয়েন্ট। এ জয়ে সেমির পথে আরও এক ধাপ এগিয়ে গেল তারা। টানা চার ম্যাচেই হেরে সেমিতে খেলার স্বপ্ন কার্যত শেষ হয়ে গেছে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের চ্যাম্পিয়ন দল বারিধারার। এর আগের ম্যাচগুলোতে তারা হেরেছে ব্রাদার্স ও মোহামেডানের কাছে ২-০ গোলে এবং শেখ জামালের কাছে ১-০ গোলে। ফলে এখনও পয়েন্ট শূন্য তারা। তবে প্রতি ম্যাচে হারলেও বারিধারার লড়াকু ফুটবল দারুণ প্রশংসা কুড়িয়েছে। কোন ম্যাচেই তারা সহজে জিততে দেয়নি প্রতিপক্ষকে। সোমবারের ম্যাচেও তাই। মামুনুল ইসলাম, নাসির উদ্দিন, ইয়ামিন, সোহেল রানা ও রায়হান হাসানÑ এই পাঁচ ফুটবলারকে আইনী জটিলতায় পায়নি চট্টলা আবাহনী। মঙ্গলবার মাঠেও এর প্রভাব লক্ষ্য করা গেছে। জিতলেও তাদের খেলায় ধার ছিল কম। জিততেও হয় বিস্তর ঘাম ঝরিয়ে। খেলা শুরুর ১২ মিনিটেই চরম বিপর্যয়ে পড়ে বারিধারা। রেফারি জালালউদ্দিনের সঙ্গে অশোভন আচরণের দায়ে লালকার্ড পান নাইজিরিয়ান মিডফিল্ডার কোসোকো ওলাসুকানমি। ফলে দশ জনের দলে পরিণত হয় বারিধারা। তারপরও খর্বশক্তি নিয়েও প্রথমার্ধে চট্টগ্রাম আবাহনীকে কোন গোল করতে দেয়নি মাহবুব আলী মানিকের শিষ্যরা। ৩৫ মিনিটে গোলরক্ষককে ওয়ান টু ওয়ান পজিশনে পেয়েও দলনায়ক জাহিদের নেয়া দুর্বল শট সহজেই আটকে দেন বারিধারার রাজীব। জাহিদের ক্রসে নাইজিরিয়ান ফরোয়ার্ড এলিসন উডুকার বাইসাইকেল কিক সরাসরি রাজীবের হাতে গিয়ে পড়লে হতাশ হতে হয় জোযেফ প্যাভলিকের শিষ্যদের। ইনজুরি সময় বারিধারার রোহিত সরকারের শট পোস্টের বাইরে চলে যায়। ৪৯ মিনিটে প্রতিপক্ষের আক্রমণ গোলমুখের একটু ওপর থেকে ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি বারিধারার ডিফেন্ডার মোহাম্মদ সিলা। ফিরতি বলে দারুণ শটে গোল করেন জাতীয় দল থেকে নিষিদ্ধ হওয়া জাহিদ (১-০)। টুর্নামেন্টে এটা তার ব্যক্তিগত প্রথম গোল। একটু পর তার ক্রস বারিধারার গোলমুখে পেয়েও কাজে লাগাতে পারেননি মরোক্কোর মিডফল্ডার তারিক আল জানাবি। ৬৬ মিনিটে জাহিদের থ্রু পাস থেকে লক্ষ্যভেদ করেন ফ্যাব্রিস নোয়েল (২-০)। স্বাধীনতা কাপে এটি হাইতিয়ান ফরোয়ার্ডের দ্বিতীয় গোল। ৮৯ মিনিটে ডিফেন্ডার খালেকুজ্জামান সবুজ এক গোল করলে ব্যবধান কমায় বারিধারা (১-২)। কিন্তু দ্বিতীয় গোলটি আর শোধ করতে পারেনি তারা। ফলে হারের মনোবেদনা নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
×