ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বুন্দেসলিগার ইতিহাসে প্রথম দল হিসেবে টানা চারবার লীগ শিরোপা জয়ের দ্বারপ্রান্তে ;###;গার্ডিওলার দল

ইতিহাসের আরও কাছে বেয়ার্ন

প্রকাশিত: ০৬:৫৭, ১২ এপ্রিল ২০১৬

ইতিহাসের আরও কাছে বেয়ার্ন

স্পোর্টস রিপোর্টার ॥ বুন্দেসলিগায় রবিবার শালকের বিপক্ষে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। আর স্বাগতিকদের বিপক্ষে ২-২ ব্যবধানের এই ড্রই এগিয়ে দিল বেয়ার্ন মিউনিখকে। ইতিহাসের প্রথম দল হিসেবে টানা চতুর্থবারের মতো জার্মান বুন্দেসলিগায় চ্যাম্পিয়ন হওয়ার দ্বারপ্রান্তে পেপ গার্ডিওলার দল। শালকের মাঠে এদিন ড্র করার সৌজন্যে ২৯ ম্যাচে ডর্টমুন্ডের সংগ্রহ ৬৮ পয়েন্ট। সমান সংখ্যক ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বেয়ার্ন মিউনিখের চেয়ে ৭ পয়েন্ট কম। লীগে ম্যাচ রয়েছে আর মাত্র ৫টি। বেয়ার্ন মিউনিখের পারফর্মেন্সও দুর্দান্ত। দুইদিন আগেও নিজেদের শেষ ম্যাচে গার্ডিওলার শিষ্যরা ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে স্টুটগার্টকে। এই মৌসুমে খেলা ২৯ ম্যাচের ২৪টিতেই জয়ের দেখা পেয়েছে তারা। ড্র করেছে তিনটিতে। পুরো মৌসুমে হারা ম্যাচের সংখ্যা কেবল দুই। তাই বাকি থাকা ৫ ম্যাচের ফলাফলও যে বেয়ার্নের পক্ষে কথা বলবে তা অনুমিতই। যে কারণে আবারও বেয়ার্নের শোকেই উঠবে বুন্দেসলিগার শিরোপা। বেয়ার্নের সঙ্গে ৭ পয়েন্টের ব্যবধান কমিয়ে লীগ শিরোপা যে ডর্টমুন্ডের সম্ভব না, তা স্বীকার করে নিয়েছেন ক্লাবটির কোচ থমাস টাচেলও। তাই তো শালকের সঙ্গে ড্রয়ের পর তিনি বলেন, ‘এবারও খুব সম্ভবত বেয়ার্ন মিউনিখই চ্যাম্পিয়ন হবে।’ তবে শালকের বিপক্ষে জয়ের জন্য চেষ্টার কোন ঘাটতি রাখেননি বরুশিয়া ডর্টমুন্ডের কোচ। কিন্তু শেষ পর্যন্ত ড্রই সঙ্গী হয়েছে তাদের। তবে বুন্দেসলিগার এই মুহূর্তে ২৯ ম্যাচে ৬৮ পয়েন্ট সংগ্রহ করাটাও ডর্টমুন্ডের নতুন রেকর্ড। ডর্টমুন্ডের সামনে এখন ইউরোপা লীগের চ্যালেঞ্জ। ইউরোপা লীগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ইংলিশ ক্লাব লিভারপুলের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছিল। নিজেদের মাঠে ড্র করা জার্মান ক্লাবটির জন্য এ্যাওয়ে ম্যাচটা স্বাভাবিকভাবেই কঠিন। তাছাড়া লিভারপুলের কোচও যে সাবেক ডর্টমুন্ডেরই জার্গেন ক্লপ। তার চেয়ে ডর্টমুন্ডের ‘দুর্বল’ কৌশলগুলো ভাল আর কেই বা জানবে? শুধু তাই নয়, প্রথম লেগে ড্রয়ের পর তিনি ঘোষণাও দিয়ে দিয়েছেন যে, ‘এ্যানফিল্ডে জ্বলে উঠতে চাই আমরা।’ বুন্দেসলিগার মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লীগেও অপ্রতিরোধ্য বেয়ার্ন। কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে যারা ১-০ গোলে এগিয়ে রয়েছে বেনফিকার বিপক্ষে। ২০১৩ সালে ট্রেবল জয়ের রেকর্ড গড়েছিল বেয়ার্ন। উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ, বুন্দেসলিগার পাশাপাশি জার্মান কাপের শিরোপাও জিতেছিল তারা। বেয়ার্নের সামনে এবারও ট্রেবল জয়ের দারুণ সুযোগ। তাছাড়া এই মৌসুম শেষেই জার্মান ক্লাবটি ছেড়ে প্রিমিয়ার লীগের দল ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে নিয়োগ পেতে যাচ্ছে পেপ গার্ডিওলা। বেয়ার্নের হয়ে শেষ মৌসুমে নিজের সেরাটা ঢেলে দিতে প্রস্তুত সাবেক বার্সিলোনার এই কোচও। তবে এই মুহূর্তে বুন্দেসলিগাতেই বেশি মনোযোগ দিচ্ছেন পেপ। কারণ বুন্দেসলিগায় বেয়ার্নই যে প্রথম দল হিসেবে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়ার অবিস্মরণীয় কীর্তির পথে! তাই তো স্টুটগার্টের বিপক্ষে জয়ের পর তিনি বলেনছিলেন, ‘বিশেষ কিছুর জন্য আমাদের আর মাত্র তিনটি জয় এবং একটি ড্রয়ের প্রয়োজন। এটা এমন স্পেশাল যা জার্মানিতে আর কোন দলের পক্ষে সম্ভব হয়নি।’ বার্সিলোনার সাবেক সফল কোচ গার্ডিওলার সেই স্পেশাল উদযাপনটা এখন কেবলই সময়ের বিষয়। ক্রীড়া সংগঠকের সম্মাননা পেলেন ডন স্পোর্টস রিপোর্টার ॥ ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হয় স্বাধীনতা সংসদ। প্রতিষ্ঠার পর থেকে স্বাধীনতার চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন সমাজসেবামূলক ও অবদানমূলক কাজের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়ে আসছে স্বাধীনতা সংসদ। তারই ধারাবাহিকতায় গত ২৯ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবসে ১২ ক্যাটাগরিতে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয় স্বাধীনতা সংসদ। এ বছর উদীয়মান ক্রীড়া সংগঠকের সম্মাননা পেয়েছেন ওয়ালটন গ্রুপের সিনিয়র এডিশনাল ডিরেক্টর ও স্পোর্টস এ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। এই সম্মাননা স্মারক তার হাতে তুলে দেন স্বাধীনতা সংসদের সাধারণ সম্পাদক শাহেদ আহমেদ। সম্মাননা প্রাপ্তির বিষয়ে ডন বলেন, ‘কাজের স্বীকৃতি পাওয়াটা সব সময়ই আনন্দের, সম্মানের। আসলে এই ধরনের সম্মাননা দায়িত্ববোধকে আরও বাড়িয়ে তোলে। সে অনুসারে দেশের ক্রীড়া ও ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাব। এই সম্মাননা ওয়ালটন পরিবারের সকল গর্বিত সদস্যদের উৎসর্গ করলাম।’
×