ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রিয়াল মাদ্রিদের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই

প্রকাশিত: ০৬:৫৬, ১২ এপ্রিল ২০১৬

রিয়াল মাদ্রিদের স্বপ্ন বাঁচিয়ে রাখার লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ শূন্য হাত ভরবে কি না কে জানে। গত মৌসুমের মতো এবারও হয়ত রিয়াল মাদ্রিদের শোকেস খালিই থাকছে! অন্তত একটি ট্রফির সুযোগ এখনও আছে। সেটি হচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ ফুটবল। কিন্তু কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জার্মানির ক্লাব উলফবার্গের কাছে ২-০ গোলে হার মানায় ইউরোপ সেরার লড়াই থেকেও বাদ পড়ায় শঙ্কায় জিনেদিন জিদানের দল। এমন অবস্থায় শেষ আটের দ্বিতীয় লেগের ম্যাচে আজ রাতে মাঠে নামছে রিয়াল। নিজেদের মাঠ সান্টিয়াগো বার্নাব্যুতে খেলা হওয়াতেই স্বপ্ন বুনছে আসরের রেকর্ড সর্বোচ্চ ১০ বারের চ্যাম্পিয়নরা। তবে এজন্য অসাধ্য সাধনই করতে হবে। কেননা প্রথম লেগে দুই গোলে জিতে সেমিফাইনালের স্বপ্ন বুনছে জার্মান ক্লাবটিও। ঘরের মাঠে দলটির গতিনির্ভর ফুটবল সবার নজর কেড়েছে। বার্নাব্যুতে তাই কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে রোনাল্ডো, বেল, বেনজেমাদের। আর তাই বাঁচামরার লড়াই গ্যালাক্টিকোদের। ইতিহাস গড়ার হাতছানি নিয়ে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ রাতে মাঠে নামছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। নিজেদের মাঠে ফরাসী চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেইনের মুখোমুখি হবে ম্যানুয়েল পেলেগ্রিনির দল। প্যারিস থেকে ২-২ গোলে ড্র করে আসায় নিজেদের ইতিহাসে চ্যাম্পিয়ন্স লীগে প্রথমবারের মতো সেমির স্বপ্ন বুনছে সিটি। অবশ্য অভিন্ন স্বপ্ন দেখছে লরেন্ট ব্লাঙ্কের পিএসজিও। বাঁচামরার ম্যাচে সমর্থকদের জাদুকরী নৈপুণ্যের প্রতিশ্রুতি দিয়েছেন রিয়াল প্রাণভোমরা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ম্যাচটিতে প্রয়োজনীয় তিন গোলের ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকেট পেতে দারুণ আত্মবিশ্বাসী সি আর সেভেন। প্রথম লেগে হারের পরও ইউরোপ সেরার লড়াইয়ে টানা ষষ্ঠবারের মতো শেষ চারে উঠতে আত্মবিশ্বাসের কমতি নেই পর্তুগীজ সুপারস্টারের। রোনাল্ডো বলেন, আশা করি এটা একটা জাদুকরী রাত হবে এবং আমি খুবই উত্তেজিত। দল আত্মবিশ্বাসী, কোচের বিশ্বাস আছে এবং সমর্থকদেরও বিশ্বাস রাখতে হবে। রাতটা জাদুকরী হতেই হবে। গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়ে ক্লাবের ওয়েবসাইটে সাবেক ফিফা সেরা তারকা বলেন, ভাল খেলে আমরা জিততে পারি। মাঠে ১১ জন, বেঞ্চে আরও অনেক খেলোয়াড় এবং ৮০ হাজার মানুষ, দলকে সমর্থনের জন্য স্টেডিয়াম পরিপূর্ণ দেখতে চাই। প্রথম লেগের ম্যাচ শেষে ভীষণ চটেছিলেন রিয়াল কোচ জিনেদিন জিদান। তিনি বলেছিলেন, আমি মোটেও সন্তুষ্ট নই। বিশেষ করে প্রথমার্ধ নিয়ে। এমনটা ঘটে যখন আপনি শুরু থেকে পূর্ণ শক্তি দিয়ে খেলেন না। বার্সিলোনার বিপক্ষে আমরা যেভাবে খেলেছিলাম, এই ম্যাচটাও আমরা সেভাবেই খেলতে চেয়েছিলাম। বার্সার বিপক্ষে আমরা নিজেদের সর্বোচ্চ দিয়ে খেলেছিলাম। আর এখানে প্রথমার্ধে আমরা ছিলাম অনুজ্জ্বল। হতাশাজনক ওই হারের পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ানোটাকেই প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছেন জিদান। তিনি বলেন, আমরা কষ্ট পাচ্ছি, হার সব সময়ই কষ্ট দেয়। তবে এখন আমরা জানি, এটা বদলে দেয়ার সুযোগ আছে আমাদের। রিয়াল মাদ্রিদের হয়ে আমরা জানি, সমর্থকদের নিয়ে বার্নাব্যুতে এটা ঘুরিয়ে দিতে পারি। আজ ছেলেরা এ লক্ষ্যেই মাঠে নামবে। পিএসজির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে প্রস্তুত ম্যানসিটির ডেভিড সিলভা। ইনজুরি কাটিয়ে ম্যানচেস্টার সিটি অধিনায়ক ভিনসেন্ট কোম্পানিরও মাঠে নামার জোরালো সম্ভাবনা আছে। দুটি এ্যাওয়ে গোলের সুবিধা নিয়ে ঘরের মাঠে নামার অপেক্ষায় সিটিজেনরা। এ্যাঙ্কেল ইনজুরিতে ভোগায় ইংলিশ প্রিমিয়ার লীগে ওয়েস্টব্রুমউইচের বিপক্ষে দলের বাইরে ছিলেন সিলভা। তবে দলের অন্যতম সেরা প্লেমেকারের সার্জারি করার প্রয়োজন আছে বলে মনে করছেন না কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। এক মাস সাইডলাইনে থাকার পর খেলায় ফিরতে পারেন কোম্পানি। গত মাসের মাঝামাঝি সময়ে ডায়নামো কিয়েভের বিপক্ষে তিনি পায়ের ইনজুরিতে আক্রান্ত হন। এরপর থেকেই মাঠের বাইরে বেলজিয়াম অধিনায়ক। কোম্পানিকে পেতে আশাবাদী পেলেগ্রিনি বলেন, দলের সঙ্গে অনুশীলনে ফেরার মুহূর্ত থেকেই তার (কোম্পানি) সুযোগ সৃষ্টি হয়েছে। ইনজুরির কারণে সে গত এক মাস প্রতিযোগিতামূলক ম্যাচের বাইরে ছিল। আমরা অপেক্ষা করব। শুরুর একাদশে রাখার বিষয়ে শেষ মিনিট পর্যন্ত অপেক্ষায় থাকব।
×