ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কবি সৈয়দ ফারুকের জন্মদিন আজ

প্রকাশিত: ০৬:৩৬, ১২ এপ্রিল ২০১৬

কবি সৈয়দ ফারুকের জন্মদিন আজ

আজ ১২ এপ্রিল কবি শিশু সাহিত্যিক ও সাংস্কৃতিক-ব্যক্তিত্ব সৈয়দ আল ফারুকের ৫৮তম জন্মদিন। সৈয়দ আল ফারুক সত্তর দশকের অন্যতম প্রধান কবি, শিশু সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। জন্মদিন উপলক্ষে তিনি ০১৭১৩০১১১১৭ নম্বরে দিনব্যাপী শুভাকাক্সক্ষীদের শুভেচ্ছা গ্রহণ করবেন। এছাড়া বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত মূলধারা আয়োজিত প্রীত সম্মেলনে শিল্পী সাহিত্যিক-সাংবাদিক ও ভক্তরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেবা হাউস সংলগ্ন সৈয়দ আল ফারুক সেন্টার প্লট; ৩৫, রাস্তাঃ ৪৬ গুলশান নর্থ কমার্শিয়াল এরিয়া, গুলশান সার্কেল ২, ঢাকা ১২১২ তে, এ দিন ‘সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে নিয়মিত বিনোদন অনুষ্ঠান’ কর্মসূচীর উদ্বোধন করা হবে। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশু-কিশোররা কবি সৈয়দ আল ফারুকের সঙ্গে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকা-ে মেতে উঠবে এবং আগত লেখক শিল্পীরা শিশুদের বিনোদনের জন্যে গান কবিতায় অংশ নেবেন।-বিজ্ঞপ্তি বসুন্ধরা সিটিতে এশিয়ান পেইন্টস বৈশাখী মেলা বাঙালীর প্রাণের উৎসব বৈশাখী মেলা। প্রতিবারের মত এবারও বৈশাখকে কেন্দ্র করে শুরু হয়ে গেছে নানা সব আয়োজন। আর এইসব আয়োজনের মাঝে নতুন রং যোগ করলো এশিয়ান পেইন্টস বাংলাদেশ। রাজধানীর প্রাণকেন্দ্র বসুন্ধরা শপিং মল, লেভেল -১-এর ফেয়ার ফেস্ট ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে এশিয়ান পেইন্টস বৈশাখী মেলা ১৪২৩। এই মেলার কো স্পন্সরশিপে এ আছে কনিওন এল ই ডি টিভি। ১৩ - ১৬ এপ্রিল- চার দিনব্যাপী এই মেলার সার্বিক দায়িত্বে আছে বিজ্ঞাপনী সংস্থা থার্ডআই সলিউশনস। বৈশাখের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়াই এই মেলার মূল লক্ষ্য। -বিজ্ঞপ্তি
×