ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস পালিত

প্রকাশিত: ০৬:৩৬, ১২ এপ্রিল ২০১৬

বিএসএমএমইউতে বিশ্ব পারকিনসন্স দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে র‌্যালিসহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব পারকিনসন্স দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকাল ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান খানের নেতৃত্বে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। মুভমেন্ট ডিসঅর্ডার সোসাইটি অব বাংলাদেশ-এর উদ্যোগে বের হওয়া এ র‌্যালিতে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ হান্নান, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ আবু নাসার রিজভী, সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ডাঃ হাসান জাহিদুর রহমান, সংগঠনের সদস্য সচিব সহযোগী অধ্যাপক ডাঃ আহসান হাবীব হেলাল প্রমুখ। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শহীদ ডাঃ মিল্টন হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে ‘মিট দ্যা এক্সপার্ট’ শীর্ষক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য, পারকিনসন্স হলো একটি বয়সজনিত রোগ বা স্বাস্থ্যগত সমস্যা যা হলে হাত কাঁপতে থাকতে। এটা মূলত একটি ¯œায়ুজনিত রোগ। রোগটির ৭০ শতাংশ বয়সজনিত। ব্রেনস্ট্রোকের কারণেও এ সমস্যা বা রোগটি হয়ে থাকে। চিকিৎসার মাধ্যমে এ রোগটি নিয়ন্ত্রণে রাখা সম্ভব। -বিজ্ঞপ্তি
×