ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অভিনব স্যুটকেস

প্রকাশিত: ০৬:১২, ১২ এপ্রিল ২০১৬

অভিনব স্যুটকেস

স্ত্রী-পরিজনসহ দূরে কোথাও ভ্রমণে যাচ্ছেন। কিন্তু সঙ্গে থাকা ভারি স্যুটকেস বহন করতে ভয় পাচ্ছেন। তবে স্যুটকেস বহনে এখন আর ভয় নেই। ইসরায়েলী বিজ্ঞানীরা এমন এক স্যুটকেস তৈরি করেছেন যেটিকে আপনার বহন করার প্রয়োজন নেই। বরং কাপড়চোপড় ভর্তি ভারি স্যুটকেসটি আপনাকে অনুসরণ করবে। আপনি যেদিকে যাবেন এটি আপনার পিছু পিছু ছুটবে। ইসরায়েলের এনইউএ রোবোটিক্স কোম্পানি সম্প্রতি এই স্মাট স্যুটকেস তৈরি করে চারদিকে হৈচৈ ফেলে দিয়েছে। তারা বলছে, আপনার সঙ্গে থাকা স্মার্টফোনের ব্লুটুথের সাহায্যে এটি কাজ করবে। এই স্যুটকেসের সামনের অংশে একটি বিল্টইন ক্যামেরা রয়েছে। আপনার মোবাইলের ব্লুটুথ চালু করার সঙ্গে সঙ্গেই এই ক্যামেরা ওপেন হয়ে যাবে। এই ক্যামেরার সাহায্যে এটি আপনাকে অনুসরণ করা শুরু করবে। আরও মজার তথ্য রয়েছে। এই স্যুটকেসটি চুরি যাওয়ার ভয় নেই। এর সঙ্গে একটি চুরিরোধী এলার্ম রয়েছে। মালিক ছাড়া স্যুটকেসটির সামনে কেউ গেলেই এটিতে লালবাতি জ্বলে উঠবে এবং আওয়াজ করতে থাকবে। কোম্পানির প্রতিষ্ঠাতা এ্যালেক্স লিবম্যান বলেন, আমরা এই স্যুটকেস তৈরি করতে সেন্সর নেটওয়ার্ক, কম্পিউটার ভিশন এবং রোবট মস্তিষ্কের সমন্বয় ঘটিয়েছি। এটিকে চালু করতে একটি আলাদা এ্যাপ তৈরি করা হয়েছে। স্যুটকেসটি পরিচালনা করার জন্য শুধু আপনার মোবাইলে এই এ্যাপ ডাউনলোড করে নিলেই চলবে। এই এ্যাপে ‘ফলোমি’ নামে একটি অপশন থাকবে। এটিতে চাপ দিলেই ব্যাগটি আপনার পিছু ছোটা শুরু করবে। কোম্পাটি এই সুটকেস বাণিজ্যিকভাবে বাজারে ছাড়ার আগে আরও পরীক্ষা নিরীক্ষা করবে। পাশাপাশি আরও যোগ করবে নিত্যনতুন ফিচার। এ্যালেক্স লিবম্যান গণমাধ্যমকে বলেন, আমরা বিশেষ করে শারীরিকভাবে অক্ষম এবং বয়স্ক লোকদের কথা মাথায় রেখে এই স্যুাটকেস তৈরি করেছি। আমরা প্রতিদিনের জীবনে রোবটের ব্যবহার আরও বৃদ্ধির পরিকল্পনা করছি। কোম্পানি জানিয়েছে, এই স্যুটকেস দেখতে বাজারে প্রচলিত স্যুটকেসগুলোর মতোই হবে। এটির ওজন হবে আড়াই পাউন্ড। গ্রাহকের ফ্যাশন সচেতনতার দিকেও নজর রাখা হয়েছে। আরও বলা হয়েছে ভারি সুটকেস বহন করতে অনেক শারীরিক শক্তি ক্ষয় হয়। রাস্তায় বের হলে অনেক মানুষ নিজের স্যুটকেস বহনে অস্বস্তি বোধ করে। এসব ঝামেলা থেকে পথচারীদের মুক্তি দিতেই আমাদের এই উদ্যোগ। -ম্যাশএ্যাবল ও অডিটি সেন্ট্রাল অবলম্বনে
×