ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কাঁচা চামড়ার আড়তদাররাও পোস্তা থেকে সাভারে যেতে চাইছেন

প্রকাশিত: ০৫:৫৯, ১২ এপ্রিল ২০১৬

কাঁচা চামড়ার আড়তদাররাও পোস্তা থেকে সাভারে যেতে চাইছেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ পোস্তা থেকে সাভারে সরতে চান কাঁচা চামড়ার আড়ত ব্যবসায়ীরা। তাদের দাবি, হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে নিতে হলে আড়তগুলোও স্থানান্তর করতে হবে। এজন্য শিল্পনগরীর পাশেই ২০ একর জমি বরাদ্দ দিতে হবে। সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে চামড়া শিল্পের চলমান সঙ্কট নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হাইড এ্যান্ড স্কিন মার্চেন্টস এ্যাসোসিয়েশন ও হাইড এ্যান্ড স্কিন রি-টেইল ডিলার মার্চেন্টস এ্যাসোসিয়েশন। সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা দাবি করেন, আগামী এক বছরেও ট্যানারি সাভারে যেতে পারবে না। কারণ ট্যানারি কাঁচামাল পেয়ে থাকে হাজারীবাগের কাছে পোস্তা ও ওয়াটার ওয়ার্কস রোডের আড়ত থেকে। এসব আড়তের কারণেও পরিবেশ দূষণ হচ্ছে। অথচ সরকার আড়ত সরাতে কোন পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়া রাজধানীতে কাঁচা চামড়া প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় চামড়া নষ্ট ও বহু চামড়া দেশের বাইরে পাচার হয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন কাঁচা চামড়া ব্যবসায়ীরা। তাই দ্রুত নিষেধাজ্ঞা প্রত্যাহার ও হাজারীবাগ থেকে সাভারের চামড়া শিল্পনগরীতে ট্যানারি স্থানান্তরে কাঁচা চামড়া ব্যবসায়ীদেরও জমি বরাদ্দের দাবি জানানো হয়েছে। বাংলাদেশ হাইড এ্যান্ড স্কিন মার্চেন্টস এ্যাসোসিয়েশনের সভাপতি দেলোয়ার হোসেন সংবাদ সম্মেলনে বলেন, ট্যানারির মূল উপাদান চামড়া পোস্তার আড়তদাররা যোগান দেন। কিন্তু সরকারী নিষেধাজ্ঞার কারণে সারাদেশ থেকে চামড়া আসতে পারছে না। তিনি বলেন, সরকার গত ১০ এপ্রিল পর্যন্ত নিষেধাজ্ঞা সাময়িক তুলে নিলেও পুলিশের কাছে সে নির্দেশনা পৌঁছেনি। ফলে ওই সময়েও পুলিশ চামড়া প্রবেশ করতে দেয়নি। এতে কাঁচা চামড়া ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, প্রতিদিন সারাদেশে প্রায় ৩৫ হাজার পশু জবাই হয়। এর সিংহভাগ চামড়াই ঢাকায় আসে। নিষেধাজ্ঞার কারণে তৃণমূলের চামড়া আসতে পারছে না। ওসব চামড়া আর কিছুদিন থাকলে নষ্ট হয়ে যাবে।
×