ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ১০-১১ জুলাই

প্রকাশিত: ০৫:৪৪, ১২ এপ্রিল ২০১৬

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন ১০-১১ জুলাই

বিশেষ প্রতিনিধি ॥ আগামী ১০-১১ জুলাই অনুষ্ঠেয় ২০তম কেন্দ্রীয় ত্রি-বার্ষিক জাতীয় সম্মেলন সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগে। সম্মেলন সফল করতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান করে ৬৯ সদস্যের শক্তিশালী সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। প্রস্তুতি কমিটির সদস্য সচিব করা হয়েছে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে। এছাড়া ৩২ সদস্যের অভ্যর্থনা উপ-পরিষদ, ১৪ সদস্যের অর্থ উপ-পরিষদ, ১৬ সদস্যের ঘোষণাপত্র উপ-পরিষদ, ১৮ সদস্যের গঠনতন্ত্র উপ-পরিষদ, ৭০ সদস্যের দফতর উপ-পরিষদ, ৩১ সদস্যের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ, ৪৫ সদস্যের স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদ, ৫৫ সদস্যের মঞ্চ ও সাজসজ্জা উপ-পরিষদ, ৩৪ সদস্যের সাংস্কৃতিক উপ-পরিষদ, ৪২ সদস্যের খাদ্য উপ-পরিষদ এবং ২১ সদস্যের স্বাস্থ্য উপ-পরিষদ গঠন করা হয়েছে। সোমবার বিকেলে ধানম-ির আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রস্তুতি ও ১১টি উপ-পরিষদ কমিটি ঘোষণা করেন দলের যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। সাংবাদিক সম্মেলনে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের সম্মেলন মানেই একটা ইতিহাস, বাংলাদেশের অস্তিত্ব। অতীতে আওয়ামী লীগের সম্মেলনে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়নও হয়েছে। এ সম্মেলন থেকেই সিদ্ধান্ত হয়েছিল বাংলাদেশ স্বাধীন হবে এবং স্বাধীন হয়েছে। ভাষা আন্দোলনেরও সিদ্ধান্ত হয়েছিল সম্মেলন থেকেই। এবারও উৎসবমুখর পরিবেশে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হবে। অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতি, সমাজ বিষয়ে জনমুখী সিদ্ধান্তও নেয়া হতে পারে। এছাড়া আওয়ামী লীগের কাউন্সিল নেতা তৈরি করে। সম্মেলনে কাউন্সিলররা চাইলে আবারও আপনি সাধারণ সম্পাদক হবেন কি-না, এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন, কয়জনের কমিটি হবে, সেটি এখন জানার কোন সুযোগ নেই। সেটি কাউন্সিলেই জানা যাবে, সেখানেই নেতা নির্বাচিত হবে। তাই আওয়ামী লীগের নেতৃত্বে কে আসছেন সেটি জানতে কাউন্সিল পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, যে কমিটিগুলো হয়েছে তাতে আরও অনেককে অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে। আর আমরা আজ ওপেনিং (প্রারম্ভিক) বৈঠক করলাম। আগামীতে আরও বৈঠক হবে। দিনে ৪ বারও বসতে হতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম দুই ধাপের প্রাণহানির বিষয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে আমরা দলের পক্ষ থেকে প্রতিবেদন দেব। পুরো নির্বাচন শেষ হোক, তখনই সেটি দেয়া হবে। এখন যেহেতু নির্বাচন চলমান তাই নির্বাচনের ওপর কোন ধরনের প্রভাব পড়ুক সেটি আমরা চাই না। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑ আবদুল মান্নান, ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, ড. আবদুর রাজ্জাক, আহমদ হোসেন, মেসবাহ উদ্দিন সিরাজ, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী, ড. আবদুস সোবহান গোলাপ, ফরিদুন্নাহার লাইলী, ডাঃ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, হাবিবুর রহমান সিরাজ, আমিনুল ইসলাম আমিন প্রমুখ। প্রস্তুতি কমিটির যারা দায়িত্ব পেলেন ॥ ২০তম জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চেয়ারম্যান করে গঠিত মূল প্রস্তুতি কমিটির সদস্যদের মধ্যে রয়েছেনÑ সৈয়দা সাজেদা চৌধুরী, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, কাজী জাফর উল্লাহ, সতীশ চন্দ্র রায়, সাহারা খাতুন, ওবায়দুল কাদের, নূহ-উল-আলম লেনিন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, মাহবুব-উল-আলম হানিফ, ডাঃ দীপু মনি, জাহাঙ্গীর কবীর নানক, আ হ ম মুস্তফা কামাল, লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, আবদুল মতিন খসরু, ড. আবদুর রাজ্জাক, আফজাল হোসেন, ফরিদুন্নাহার লাইলী, ড. আবদুস সোবহান গোলাপ, আবদুল মান্নান খান, শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ড. হাছান মাহমুদ, স্থপতি ইয়াফেস ওসমান, ফজিলাতুন নেসা ইন্দিরা, ক্যাপ্টেন (অব) এবি তাজুল ইসলাম, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, নুরুল ইসলাম নাহিদ, মোঃ আবদুস ছাত্তার, হাবিবুর রহমান সিরাজ, আসাদুজ্জামান নূর, ডাঃ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলু, আহমদ হোসেন, মোঃ মিসবাহ্ উদ্দিন সিরাজ, বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, বীর বাহাদুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহ্মুদ চৌধুরী, মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, এইচ এন আশিকুর রহমান, আবুল হাসানাত আবদুল্লাহ, অধ্যক্ষ মতিউর রহমান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, সিমিন হোসেন রিমি, এএইচএম খায়রুজ্জামান লিটন, সুভাষ চন্দ্র বোস, বেগম মন্নুজান সুফিয়ান, একেএম রহমতউল্লাহ, এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, এমএ মান্নান, মোস্তফা ফারুখ মোহাম্মদ, আবদুর রহমান, আখতারউজ্জামান, মমতাজ উদ্দিন মেহেদী, র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, মির্জা আজম, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, একেএম এনামুল হক শামীম, নসরুল হামিদ বিপু, জুনাইদ আহমেদ পলক, এসএম কামাল হোসেন, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ এবং নূরুল মজিদ হুমায়ুন। সভাপতিম-লীর সদস্য মোহাম্মদ নাসিমকে অভ্যর্থনা উপ-পরিষদের আহ্বায়ক করা হয়েছে। আর এ উপ-পরিষদের সদস্য সচিব হলেন ডাঃ দীপু মনি। অভ্যর্থনা উপ-পরিষদের বাকি সদস্যরা হলেনÑ প্রবীণ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, সাবের হোসেন চৌধুরী, মাহবুব-উল-আলম হানিফ, লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ক্যাপ্টেন (অব) তাজুল ইসলাম, এম্বাসেডর জমির, কাজী আকরাম উদ্দিন আহমেদ, শেখ মোহাম্মদ আবদুল্লাহ. এ্যাডভোকেট আনিসুল হক, আবুল হাসান মাহমুদ আলী, আনিসুল হক (মেয়র), সাঈদ খোকন (মেয়র), শাহরিয়ার আলম, তারানা হালিম, ফখরুল ইসলাম মুন্সি, ফজিলাতুন নেসা ইন্দিরা ও জুনায়েদ আহমেদ পলক। অর্থ উপ-পরিষদের আহ্বায়ক হয়েছেন সভাপতিম-লীর সদস্য কাজী জাফর উল্লাহ। সদস্য সচিব হলেন এইচ এন আশিকুর রহমান। এ উপ-পরিষদের সদস্যরা হলেনÑ আবুল মাল আবদুল মুহিত, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ড. মহীউদ্দীন খান আলমগীর, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, আ হ ম মুস্তফা কামাল, লে. কর্নেল (অব) মুহাম্মদ ফারুক খান, সালমান এফ রহমান, নসরুল হামিদ বিপু, সাইফুজ্জামান চৌধুরী, ইউসুফ আবদুল্লাহ হারুন ও কাজী আকরাম উদ্দীন আহমদ। শেখ ফজলুল করিম সেলিমকে আহ্বায়ক এবং আবদুল মান্নান খানকে সদস্য সচিব করে ঘোষণাপত্র উপ-পরিষদ গঠন করা হয়েছে। এছাড়া ড. আবদুর রাজ্জাককে আহ্বায়ক ও আফজাল হোসেনকে সদস্য সচিব করে গঠনতন্ত্র উপ-পরিষদ, ওবায়দুল কাদেরকে আহ্বায়ক ও ড. আবদুস সোবহান গোলাপকে সদস্য সচিব করে দফতর উপ-পরিষদ গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা হোসেন তওফিক ইমামকে আহ্বায়ক ও ড. হাছান মাহমুদকে সদস্য সচিব করে প্রচার ও প্রকাশনা উপ-পরিষদ, আবুল হাসানাত আবদুল্লাহকে আহ্বায়ক ও আ ফ ম বাহাউদ্দিন নাছিমকে সদস্য সচিব করে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদ, জাহাঙ্গীর কবির নানককে আহ্বায়ক ও মির্জা আজমকে সদস্য সচিব করে মঞ্চ ও সাজসজ্জা উপ-পরিষদ, আসাদুজ্জামান নূরকে আহ্বায়ক ও চয়ন ইসলামকে সদস্য সচিব করে সাংস্কৃতিক উপ-পরিষদ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে আহ্বায়ক ও কামরুল ইসলামকে সদস্য সচিব করে খাদ্য উপ-পরিষদ, ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিনকে আহ্বায়ক ও ডাঃ বদিউজ্জামান ভূঁইয়া ডাবলুকে সদস্য সচিব করে স্বাস্থ্য উপ-পরিষদ গঠন করা হয়েছে।
×