ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

কৃষি ব্যাংকে যোগ দিলেন নতুন দুই ডিএমডি

প্রকাশিত: ০৪:৩৯, ১২ এপ্রিল ২০১৬

কৃষি ব্যাংকে যোগ দিলেন নতুন দুই ডিএমডি

মোস্তফা জালাল উদ্দিন আহমেদ সম্প্রতি পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন। এর আগে তিনি জনতা ব্যাংক লিমিটেডে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৮৩ সালে জনতা ব্যাংকে সিনিয়র অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। মোস্তফা জালাল উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে সম্মানসহ স্নাতকোত্তর (১৯৭৯) ডিগ্রী অর্জন করেন। বিজ্ঞপ্তি।মোঃ আবুল হোসেন বাংলাদেশ কৃষি ব্যাংকের নতুন ডিএমডি ॥ মোঃ আবুল হোসেন সম্প্রতি পদোন্নতি পেয়ে বাংলাদেশ কৃষি ব্যাংকে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে যোগদান করেছেন। এর আগে তিনি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আসিবি) তে মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি ১৯৯৮ সালে আইসিবি-এ সিস্টেম এনালিস্ট হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। মোঃ আবুল হোসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে সম্মানসহ স্নাতকোত্তর (১৯৯০) ডিগ্রী অর্জন করেন। -বিজ্ঞপ্তি। বস্ত্র শিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেয়ার দাবি অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশের সম্ভাবনাময় খাতগুলোর মধ্যে অন্যতম বস্ত্র শিল্প। কিন্তু এই খাত এখন অবহেলিত। সরকার বিশেষ উদ্যোগ নিলে দেশের চাহিদা মিটিয়ে বস্ত্র রফতাানি নির্ভর দেশ হতে পারে বাংলাদেশ। দেশে প্রায় ৪০ হাজার শিল্প উন্নয়নে সরকারের বিশেষ উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট শিল্প উদ্যোক্তারা। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তারা এ দাবি জানান। বাংলাদেশ ইনস্পায়ার ও বিএসটিএমপিআইএ যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশে ষোলো কোটি মানুষের বস্ত্রসামগ্রীর যোগান দিচ্ছে এদেশের টেক্সটাইল মিলগুলো। আমদানি-রফতানিতে দেশের অর্থনীতিতে বিশাল ভূমিকা রাখছে বস্ত্র ব্যবস্যায়ীরা। তবুও বস্ত্রখাতটি চরমভাবে অবহেলিতই রয়ে গেছে। বস্ত্রখাতে ব্যাংক ঋণের যে করুণ দশা তাও দেখার কেউ নেই। সরকারী-বেসরকারী ব্যাংকগুলো ঋণের হার বৃদ্ধি করে চলমান নীতিগত পরিবর্তন না আনলে অচিরেই চরম বিপর্যয় নেমে আসার অশঙ্কা আছে বিশাল এই শিল্পখাতে। বস্ত্রশিল্পের অসংখ্য কল-কারখানা বন্ধ হয়ে যাবে। বেকার হয়ে পড়বে হাজার হাজার পরিবার। অর্থনীতির চাকাও গতিহীন হয়ে পড়বে। সাউথইস্ট ব্যাংকের সাধারণ সভা সোমবার, অফিসার্স ক্লাবে ঢাকা, সাউথইস্ট ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় ব্যাংকের পরিচালক ও স্পন্সরসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন। ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, এফসিএ সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের পরিচালন ফলাফল, ভাল পরিচালনপ্রসূত মুনাফা আয় ও ব্যবসায়ে উত্তম প্রবৃদ্ধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগণের সর্বসম্মত ভোটে শেয়ারহোল্ডারদের মধ্যে ১৫ শতাংশ নগদ লভ্যাংশ বিতরণ ও ২০১৫ সালের আর্থিক বিবরণীসমূহ অনুমোদিত হয়।
×