ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বৈশাখকে সামনে রেখে ব্যস্ত টাঙ্গাইলের তাঁতিরা

প্রকাশিত: ০৪:৩৯, ১২ এপ্রিল ২০১৬

বৈশাখকে সামনে রেখে ব্যস্ত টাঙ্গাইলের তাঁতিরা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পহেলা বৈশাখকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের পাথরাইলের তাঁতিরা। ক্রেতা চাহিদা মেটাতে দিনরাত কাজ করছেন তারা। এদিকে, শাড়ির বেচাকেনা ভাল হওয়ায় খুশি তাঁত মালিকরা। আর বছর দুয়েক ধরে চলা মন্দাভাব, এবার কাটিয়ে উঠতে পারবেন বলে আশা করছেন ব্যবসায়ী নেতারা। বাঙালী রমণীদের কাছে অতি জনপ্রিয় টাঙ্গাইলের শাড়ি। এখানকার তাঁত শ্রমিকদের নিপুণ হাতেগড়া নানা ধরনের শাড়ি যুগে যুগে নারীর রূপ সৌন্দর্যকে ফুটিয়ে তুলছে। তাই বর্ষবরণে বাঙালী নারীদের রঙিন সাজে সাজাতে ব্যস্ত সময় পার করছেন দেলদুয়ার উপজেলার পাথরাইলের তাঁতপল্লীর তাঁতিরা। দক্ষ হাতে তৈরি হচ্ছে নানা রঙের আধুনিক ও ঐতিহ্যের রুচিশীল শাড়ি। গতবারের চেয়ে এবার শাড়ির ডিজাইনেও বৈচিত্র্য এনেছেন কারিগররা। ক্রেতা চাহিদা থাকায় দিনরাত পরিশ্রম করেও খুশি তারা। এদিকে, বর্ষবরণে এখানকার শাড়ির চাহিদা বেশি থাকায় প্রতিদিনই শাড়ির দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন দূর-দূরান্তের ক্রেতারা। এ অবস্থায়, দীর্ঘদিন ধরে চলা মন্দাভাব এবার অনেকটা ঘুরে দাঁড়াবে বলে মনে করছেন ব্যবসায়ী সমিতির নেতা শাহজাহান আনসারী। ছোটবড় মিলিয়ে জেলায় প্রায় ৬৪ হাজার তাঁত রয়েছে। এতে কাজ করে জীবিকা নির্বাহ করেন প্রায় দেড় লাখ মানুষ। গ্লোবাল শিপার্স কাউন্সিলের সভায় জাহাজ ভাড়া বৃদ্ধি নিয়ে ক্ষোভ অর্থনৈতিক রিপোর্টার ॥ গ্লোবাল শিপার্স এ্যালায়েন্সের (জিএসএ) সভা গত ২২ থেকে ২৪ মার্চ ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান শিপার্স কাউন্সিল এবং ফ্রেন্স এ্যাসোসিয়েশন ডিস ইউটিলাইজারস ডি ফ্রেট (এইউটিএফ) এই সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন ইউরোপিয়ান শিপার্স কাউন্সিলের চেয়ারম্যান মি. ডেনিস চৌমার্ট। শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) চেয়ারম্যান রেজাউল করিমের নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল সভায় যোগদান করেন। প্রতিনিধি দলের অন্য সদস্য হচ্ছেন কাউন্সিলের পরিচালক আরজু রহমান ভূঁইয়া। সভায় শিপিং লাইন কর্তৃক ভাড়াবৃদ্ধি, সারচার্জসহ আনুষঙ্গিক চার্জ, বৈশ্বিক ও আঞ্চলিক অর্থনৈতিক আউটলুক, টন হিসেবে জাহাজের ওপর ধার্যকৃত অতিরিক্ত শুল্ক, ভাড়াবৃদ্ধির আন্দোলন, বন্দর কনজেশন ইত্যাদি বিষয়ের ওপর আলোচনা ও মতামত প্রদান করা হয়। জিএসএর সভার পূর্বে এশিয়ান শিপার্স এ্যালায়েন্সের (এএসএ) একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় এএসএ-এর লোগো উন্মোচন করা হয়। এসসিবির চেয়ারম্যান রেজাউল করিম আলোচনায় অংশ নিয়ে শিপিং লাইন্স কর্তৃক প্রায়শই একতরফাভাবে জাহাজ ভাড়া বৃদ্ধির জন্য তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এ অনুষ্ঠানে হংকং শিপার্স কাউন্সিল, ম্যাকাও শিপার্স এ্যাসোসিয়েশন, থাই ন্যাশনাল শিপার্স কাউন্সিল এবং ইন্দোনেশিয়া ন্যাশনাল শিপার্স কাউন্সিলের প্রতিনিধিবৃন্দও যোগদান করেন।
×