ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হাজার কণ্ঠে বর্ষবিদায় ও বরণের প্রস্তুতি

প্রকাশিত: ০৪:০২, ১২ এপ্রিল ২০১৬

হাজার কণ্ঠে বর্ষবিদায় ও বরণের প্রস্তুতি

গৌতম পাণ্ডে ॥ মাঠজুড়ে ধ্বনিত-প্রতিধ্বনিত হচ্ছে রবীন্দ্রনাথের গান ‘দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে।’ একসঙ্গে ছয় শতাধিক কণ্ঠের এ গান যেন মর্মে গিয়ে পৌঁছাচ্ছে সবার। মাঠের সবুজ ঘাসে পাতা লাল কার্পেটে সারিবদ্ধ বসে আছে শিক্ষার্থীরা। মঞ্চ থেকে কখনও কণ্ঠ মিলিয়ে আবার কখনও হাতের ইশারায় প্রশিক্ষণ দিচ্ছেন ভারতের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পুলক সরকার। মাঠের চারপাশ বেষ্টিত গাছে পাখির কুজন আর গানে যেন একাকার হয়ে যাচ্ছিল রবিবার সন্ধ্যায়। সঙ্গীতের জন্য বিদায়ী বসন্তের মন্দ্রীত এ সন্ধ্যাটি ছিল খুবই চমৎকার। রাজধানীর লালমাটিয়া হাউজিং সোসাইটি স্কুল এ্যান্ড কলেজের মাঠে চলছে দুটি অনুষ্ঠানের মহড়া। একটি সুরের ধারার চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান, অন্যটি চ্যানেল আই ও সুরের ধারার সহস্র কণ্ঠে বর্ষবরণের আয়োজন। সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারপার্সন রেজওয়ানা চৌধুরী বন্যা জানালেন, সুরের ধারার চৈত্রসংক্রান্তি আয়োজনের এবারের ভাবনা ‘নাটকের গান’। আবহমান বাংলা গান বিকশিত হয়েছে নাট্যধর্মীতাকে সাথে নিয়ে। চর্যাপদ থেকে শুরু করে একেবারে আধুনিককালের সিনেমার গান, বাংলা গানে জড়িয়ে আছে নাটকিয়তা। রবীন্দ্রসঙ্গীত শিক্ষাপ্রতিষ্ঠান সুরের ধারা প্রতিবারের মতো এবারও আয়োজন করতে যাচ্ছে বাংলা বর্ষবিদায় ও নতুন বর্ষবরণ উৎসব। চৈত্রের শেষ প্রহরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র প্রাঙ্গণে শুরু হবে এ আয়োজন। পরদিন সকালে সুরের ধারা ও চ্যানেল আইয়ের সম্মিলিত প্রয়াসে নববর্ষের নতুন সূর্যকে হাজার কণ্ঠে কোটি বাঙালীর স্বাগত জানানোর মধ্য দিয়ে শেষ হবে এ আয়োজন। তিনি জানান, চৈত্রসংক্রান্তির আয়োজনে ‘নাটকের গানে’ থাকবে রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য মায়ার খেলা, পরশুরামের ভূষ-ীর মাঠ আর মৈমনসিংহ গীতিকা অবলম্বনে পদাবলী যাত্রা সোনাই মাধব। সুরের ধারার শিশুশিক্ষার্থীরা করবে গীতিনাট্য হিংসুটে দৈত্য আর সুবিধাবঞ্চিত শিশুরা রবীন্দ্রনাটকের নবরস। সুরের ধারার শিক্ষকসহ চার শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে চৈত্রসংক্রান্তির আয়োজনে। আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টায় শুরু হবে অনুষ্ঠান; চলবে রাত সাড়ে ১২টা পর্যন্ত। পরদিন ১৪ এপ্রিল বর্ষবরণ অনুষ্ঠানে থাকবে ১৩টি দলীয় গান এবং দেশের প্রতিথযশা কয়েকজন শিল্পী একক গান পরিবেশন করবেন। একক গানের শিল্পীরা হলেন- রেজওয়ানা চৌধুরী বন্যা, তপন মাহমুদ, রফিকুল আলম ও শাহীন সামাদ। ভোর ছয়টায় শুরু হয়ে অনুষ্ঠান শেষ হবে সকাল ৯টায়। ২০০১ সাল থেকে লালমাটিয়ায় চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানের আয়োজন করছে সুরের ধারা। গত পাঁচ বছর ধরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটির আয়োজন করা হচ্ছে। দুটি অনুষ্ঠানই সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। বাংলা বর্ষবরণ উপলক্ষে চ্যানেল আই ভবনে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন হয়।
×