ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ন্যাশনাল হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৪:০১, ১২ এপ্রিল ২০১৬

ন্যাশনাল হাউজিংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। রবিবার কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ২ টাকা ১৭ পয়সা। শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৭৯ পয়সা। আগামী ২২ মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ৩ মে। -অর্থনৈতিক রিপোর্টার বঙ্গজের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বঙ্গজ লিমিটেডের উদ্যোক্তা মোঃ রফিকুল হক শেয়ার বেচার ঘোষণা দিয়েছেন। এই উদ্যোক্তা ২০ হাজার শেয়ার বেচবেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, এই উদ্যোক্তার কাছে কোম্পানির মোট ২ লাখ ৯১ হাজার ৩৪২টি শেয়ার আছে। এর মধ্যে থেকে উল্লিখিত পরিমাণ শেয়ার আগামী ২৮ এপ্রিলের মধ্যে বেচবেন তিনি। উল্লেখ্য, সোমবার বঙ্গজের শেয়ার ১৭৮ টাকা দরে লেনদেন হয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার
×