ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

একমি ল্যাবরেটরিজের আইপিও আবেদন শুরু

প্রকাশিত: ০৪:০০, ১২ এপ্রিল ২০১৬

একমি ল্যাবরেটরিজের আইপিও আবেদন শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ একমি ল্যাবরেটরিজের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শুরু সোমবার থেকে। চলবে ২১ এপ্রিল পর্যন্ত। স্থানীয় ও প্রবাসী উভয় বিনিয়োগকারীদের জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। যদিও বুক বিল্ডিং পদ্ধতিতে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের দর নির্ধারণে কারসাজির অভিযোগ রয়েছে। এছাড়া কোম্পানিটির প্রাপ্য দর থেকে বেশি দরে বরাদ্দ মূল্যে নির্ধারণ, ক্যাশফ্লোতে গরমিল এবং প্লেসমেন্টের চাইতে ৩৩ টাকা বেশি প্রতিটি শেয়ারে নির্ধারণের ঘটেছে। সেই সঙ্গে টানা পতনের বাজারেই কোম্পানিটি মোট ৫ কোটি শেয়ার ছেড়ে ৪০৯ কোটি টাকা তুলে নিচ্ছে। এর আগে কোম্পানিটির আইপিও বাতিলে বিনিয়োগকারীদের পক্ষ থেকে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জে (বিএসইসি) লিখিত দাবিও জানানো হয়েছিল। উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৬৭তম সভায় একমি ল্যাবরেটরিজকে আইপিও অনুমোদন দেয়া হয়। কোম্পানিটির ৫ কোটি সাধারণ শেয়ার বুক বিল্ডিং পদ্ধতিতে অনুমোদন দেয়া হয়েছে। সূত্র মতে, এর মধ্যে ৫০ শতাংশ বা আড়াই কোটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য, ১০ শতাংশ বা ৫০ লাখ শেয়ার মিউচুয়াল ফান্ডের জন্য, যার প্রতিটি কাট-অফ ৮৫ টাকা ২০ পয়সায়, বাকি ৪০ শতাংশ বা ২ কোটি শেয়ার সাধারণ বিনিযোগকারী, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ও এনআরবিদের জন্য। এই শেয়ারের কাট-অফ মূল্য ১০ শতাংশ কমে বা ৭৭ টাকায় ইস্যুর জন্য অনুমোদন দেয়া হয়েছে। আইপিও আবেদনের মাধ্যমে কোম্পানিটি ৪০৯ কোটি ৬০ লাখ টাকা উত্তোলন করবে।
×