ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইয়েমেনে অস্ত্রবিরতির প্রতি বিবদমান পক্ষগুলোর সমর্থন

প্রকাশিত: ০৩:৫৮, ১২ এপ্রিল ২০১৬

ইয়েমেনে অস্ত্রবিরতির প্রতি বিবদমান পক্ষগুলোর সমর্থন

ইয়েমেনে এক বছর ধরে চলা গৃহযুদ্ধে জড়িত সকল পক্ষ জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া অস্ত্রবিরতির প্রতি সমর্থন জানিয়েছে। রবিবার মধ্যরাত থেকে অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। এর ফলে একটি দীর্ঘস্থায়ী শান্তিচুক্তিতে পৌঁছতে নতুন আলোচনা শুরুর আগে সতর্ক আশাবাদ দেখা দিয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে কুয়েতে শান্তি আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই যুদ্ধে গত বছর হাজার হাজার মানুষ নিহত হয় এবং ২৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ইয়েমেনের প্রেসিডেন্ট আব্দেরাব্বু মনসুর হাদির অনুগত বাহিনীর চীফ অব স্টাফ জেনারেল মোহাম্মদ আলী আল মাগদাসি নিশ্চিত করেছেন, অস্ত্রবিরতি জিএমটি সময় ২১টা থেকে কার্যকর হয়েছে। তিনি বলেন, আমরা এই অস্ত্রবিরতি মেনে চলব হুতি বিদ্রোহীরা যদি এটা লঙ্ঘন না করে। -এএফপি পশ্চিমবঙ্গে বিধানসভার ৩১ আসনে ভোট গ্রহণ সম্পন্ন পশ্চিমবঙ্গে বিধানসভার ৩১ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সোমবার সকাল ৭টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রথম দফার দ্বিতীয় দিনে ভোট নেয়া হয় পশ্চিম মেদিনীপুরের ১৩টি, বাঁকুড়ার ৯টি এবং বর্ধমান জেলার ৯টি বিধানসভা আসনে। খবর এএফপি। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া ও বর্ধমানের ৩১টি আসনে মোট প্রার্থীর সংখ্যা ১৬৩ জন। এর মধ্যে নারী প্রার্থী ২১ জন। কড়া নিরাপত্তায় ভোট নেয়া হয় ৮ হাজার ৪শ’ ৬৫ ভোটকেন্দ্রে। বিধানসভার এ নির্বাচনে কংগ্রেস ও বাম ফ্রন্ট জোট এবং ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেয়া যায়। ইসলামসম্মত না হলেই... সৌদি আরবে চুলের ছাঁট ইসলাম সম্মত না হওয়ায় দেশটির কর্তৃপক্ষ এক ফুটবলারকে ধরে মাঠের পাশেই তার চুল কেটে দিয়েছে। খেলা শুরুর আগ মুহূর্তে তার চুল কেটে দেয়ার একটি ভিডিও প্রকাশিত হয়েছে। যাতে দেখা যাচ্ছে, ফুটবলারের মাথায় কাঁচি চালাচ্ছেন রেফারি নিজেই। -বিবিসি সবচেয়ে বড় অজগর মালয়েশিয়ার পেনাং দ্বীপের পেয়া তেরুবং শহরে নির্মাণাধীন এক ফ্লাইওভারে আট মিটার দৈর্ঘ্যরে একটি অজগর সাপ ধরা পড়েছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী এ কথা জানিয়েছে। এ যাবত ধরা পড়া সবচেয়ে বড় সাপের রেকর্ড গড়তে পারে এটি। ওজন প্রায় ২৫০ কেজি। দক্ষিণ-পূর্ব এশিয়ায় এই ধরনের সাপ দেখা যায়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুযায়ী এ পর্যন্ত ধরা পড়া সবচেয়ে বড় সাপের দৈর্ঘ্য ৭ দশমিক ৬৭ মিটার। -গার্ডিয়ান
×