ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আলেপ্পো আক্রমণে সিরিয়াকে সমর্থন করবে রাশিয়া

প্রকাশিত: ০৩:৫৬, ১২ এপ্রিল ২০১৬

আলেপ্পো আক্রমণে সিরিয়াকে সমর্থন করবে রাশিয়া

রুশ বিমানবাহিনী ও সিরীয় সামরিক বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পোমুক্ত করার জন্য এক যৌথ অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। সিরীয় প্রধানমন্ত্রী ওয়ায়েল আল হালাকির উদ্ধৃতি দিয়ে রবিবার এ কথা বলা হয়। অন্যদিকে সরকারবিরোধী পক্ষের সদস্য বলেছেন, অস্ত্রবিরতি ভেঙ্গে পড়ার মুখে চলে এসেছে। খবর ওয়েবসাইটের। সরকারী ও বিদ্রোহী বাহিনী আলেপ্পোর কাছে লড়াইয়ে লিপ্ত রয়েছে। তাই রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্বাক্ষরিত বৈরিতা অবসানের চুক্তিটি নতুন করে এক টানটান পরিস্থিতিতে চলে এসেছে। যদিও জাতিসংঘের দূত দামেস্ক সফরে গিয়ে এ কঠিন কূটনৈতিক উদ্যোগকে এগিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। পাঁচ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে আলোচনা শুরু করার পথ তৈরির জন্য ফেব্রুয়ারিতে এ অস্ত্রবিরতি কার্যকর হয়। কিন্তু চুক্তিটি লঙ্ঘন করা হচ্ছে ব্যাপকভাবে। চুক্তি লঙ্ঘনের জন্য একপক্ষ দায়ী করছে অন্যপক্ষকে। আলেপ্পোর দক্ষিণে যে লড়াই চলছে, তা চুক্তির প্রতি সবচেয়ে তাৎপর্যপূর্ণ চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে। ইতোমধ্যে কূটনৈতিকে অগ্রগতি হয়নি বললেই চলে; কারণ প্রেসিডেন্ট বাশার আল আসাদের ভবিষ্যত বিষয়ে কোন আপোস হয়নি। ইরানী ও রুশ সমর্থনে তার অবস্থান শক্তিশালী হয়েছে। এক শীর্ষস্থানীয় ইরানী কর্মকর্তা আসাদের ক্ষমতা ত্যাগে সহায়তার জন্য তার ভাষায় যুক্তরাষ্ট্রের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন। কর্মকর্তা ইরান টিভিতে মন্তব্যে বলেন, আসাদের পুরো মেয়াদের জন্য দায়িত্ব পালন করা উচিত এবং যে কোন সিরীয় নাগরিকের মতোই প্রেসিডেন্ট নির্বাচনে তিনি অংশগ্রহণ করতে পারবেন। সিরীয় প্রধানমন্ত্রী ওয়ায়েল আল হালাকি সফররত রুশ পার্লামেন্ট সদস্যদের এক প্রতিনিধি দলকে আলেপ্পো মুক্ত করার জন্য প্রস্তুতি গ্রহণ সম্পর্কে বলেন। ২০১১ সালে সংঘাত শুরু হওয়ার আগে আলেপ্পো ছিল সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক কেন্দ্র। একভাগের নিয়ন্ত্রণে রয়েছে সরকার এবং অন্য অংশের নিয়ন্ত্রণে বিরোধীরা। তাস সংবাদ সংস্থা প্রধানমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে জানায়, আমরা আলেপ্পো মুক্ত করতে এবং যে সকল সশস্ত্র অবৈধ গ্রুপ যুদ্ধ বিরতি চুক্তিতে অংশ নেয়নি বা চুক্তি থেকে সরে পড়েছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য আমাদের রুশ অংশীদারদের নিয়ে প্রস্তুতি নিচ্ছি।
×