ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তির সুপারিশ

প্রকাশিত: ০৮:৩৫, ১১ এপ্রিল ২০১৬

হলমার্ক কেলেঙ্কারিতে জড়িতদের বিরুদ্ধে দ্রুত শাস্তির সুপারিশ

স্টাফ রিপোর্টার ॥ হলমার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা নেয়াসহ টাকা আদায়ের সুপারিশ করেছে সংসদীয় সাব কমিটি। সেক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রয়োজনে আইন সংশোধনের কথাও বলেছে কমিটি। হলমার্কের কাছ থেকে উদ্ধারকৃত দলিলগুলো মামলা করে দ্রুত এ্যাটাচমেন্ট করারও সুপারিশ করা হয়েছে। পাশাপাশি হলমার্ক কেলেঙ্কারিতে সোনালী ব্যাংকের কাছে মর্টগেজকৃত সম্পত্তি নিলাম করে অর্থ আদায়ে কী ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে সে সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি। রবিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত ২নং সাব কমিটির বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। কমিটির সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনকে আহ্বায়ক করে গঠিত এই সাব কমিটির অন্যান্য সদস্য হলেন আ খ ম জাহাঙ্গীর হোসাইন, এ বি তাজুল ইসলাম এবং শেখ ফজলে নূর তাপস।
×