ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

হাতিরঝিল পাড়ে ৬ তলার ওপর ভবন নির্মাণ করা যাবে

প্রকাশিত: ০৮:১৯, ১১ এপ্রিল ২০১৬

হাতিরঝিল পাড়ে ৬ তলার ওপর ভবন নির্মাণ করা যাবে

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, হাতিরঝিল প্রকল্প গুলশান-বারিধারা এলাকা পর্যন্ত সম্প্রসারণ করা হবে। ঝিল উন্নয়নের জন্য স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে ১৩৯ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এছাড়া হাতিরঝিল এলাকার ৩শ’ মিটারের মধ্যে রাজউক কর্তৃক ভবন নির্মাণের যে নীতিমালা ছিল তা পরিবর্তন করা হয়েছে। মন্ত্রী রবিবার স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ডিটেইল্ড এরিয়া প্ল্যান (ড্যাপ) রিভিউয়ের লক্ষ্যে গঠিত মন্ত্রিসভা কমিটির অষ্টম বৈঠকে সভাপতির বক্তৃতায় এ সিদ্ধান্তের কথা জানান। হাতিরঝিল পাড়ে ছয় তলার ওপরে ভবন নির্মাণ করা যাবে না এই নিয়ম বাতিল করেছে মন্ত্রিসভা কমিটি। উক্ত এলাকার অধিবাসীদের স্বার্থের কথা চিন্তা করেই এ সিদ্ধান্ত নেয়া হয়। কারণ তাদের জমির পরিধি কমে গেলে তারা যেন উপরের দিকে ভবন বাড়াতে পারে সে ব্যবস্থা করা হয়েছে। এতে তাদের ক্ষতি অনেকাংশে কমে আসবে। হাতিরঝিলের সৌন্দর্য অক্ষুণœ রাখার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, হাতিরঝিলের সৌন্দর্য যাতে নষ্ট না হয় সেদিকেও সবাইকে নজর রাখতে হবে। সভায় ড্যাপের নকশা প্রণয়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ড্যাপ পর্যালোচনায় দুইটি কনসালটেশন ফার্ম নিয়োগ করা হয়েছে। এদের বিস্তারিত রিপোর্ট পাওয়ার পরই অসঙ্গতিসমূহ শনাক্ত করে সার্বিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। বৈঠকে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, পানিসম্পদমন্ত্রী আনিসুল হক মাহমুদ, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পানিসম্পদ সচিব ড. জাফর আহমেদ খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সংস্থা ও দফতরের উর্ধতন কর্মকর্তাগণ।
×