ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আদালতে চার্জশীট দাখিল শিশু সৌরভকে গুলি ॥ স্থায়ী জামিন পেলেন এমপি লিটন

প্রকাশিত: ০৮:১৭, ১১ এপ্রিল ২০১৬

আদালতে চার্জশীট দাখিল শিশু সৌরভকে গুলি ॥ স্থায়ী জামিন পেলেন এমপি লিটন

নিজস্ব সংবাদদতা, গাইবান্ধা, ১০ এপ্রিল ॥ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় শিশু শাহাদাত হোসেন সৌরভকে (১২) গুলি করে হত্যা চেষ্টার মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম লিটনের স্থায়ী জামিন রবিবার মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি গাইবান্ধা আমলী আদালত (সুন্দরগঞ্জ থেকে গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানান্তর করা হয়েছে। অপরদিকে এমপি লিটনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গাইবান্ধা আমলী আদালতে (সুন্দরগঞ্জ) হাজির হয়ে এমপি লিটন আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন জানালে আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মইনুল হাসান ইউসুফ তা মঞ্জুর করেন। গাইবান্ধা কোর্ট ইন্সপেক্টর এনামুল হক বলেন, পুলিশ রবিবার মামলার অভিযোগপত্র দাখিল করলে আদালত মামলার পরবর্তী কার্যক্রমের জন্য মামলাটি উচ্চ আদালতে (গাইবান্ধার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে) বদলি করে। মামলার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে ১৫ মে।
×