ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘বাথরুম আইন’ নিয়ে বিক্ষোভ

প্রকাশিত: ০৭:৪৪, ১১ এপ্রিল ২০১৬

‘বাথরুম আইন’ নিয়ে বিক্ষোভ

নর্থ ক্যারোলাইনায় সম্প্রতি ‘পাবলিক ফেসিলিটিস প্রাইভেসি এ্যান্ড সিকিউরিটি এ্যাক্ট’ নামে একটি বিতর্কিত আইন পাস হয়। সংক্ষেপে এর নাম ‘বাথরুম আইন’। এই আইনে যারা লিঙ্গান্তর করেছেন তাদের টয়লেট ব্যবহারের ক্ষেত্রে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। বার্থ সার্টিফিকেটে তাদের যে লিঙ্গ লেখা আছে তারা সেই লিঙ্গের জন্য নির্ধারিত বাথরুমই ব্যবহার করবেন। এই আইন মার্কিন সব নাগরিকের সমান অধিকারের পরিপন্থী এবং মানবাধিকার লঙ্ঘন বলে বিভিন্ন অঙ্গরাজ্যে বিক্ষোভ হয়েছে। এমনকি জনপ্রিয় সঙ্গীতশিল্পী ব্রুস স্প্রিংটিন নর্থ ক্যারোলিনায় তার রবিবারের কনসার্ট বাতিল করে দিয়েছেন। -বিবিসি
×