ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৩

প্রকাশিত: ০৭:৪৩, ১১ এপ্রিল ২০১৬

পেরুতে বাস দুর্ঘটনায় নিহত ২৩

পেরুতে পাহাড়ী খাদের মধ্য দিয়ে প্রবাহিত নদীতে যাত্রীবাহী বাস পড়ে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। শুক্রবারের এ দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে শনিবার জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। রবিবার দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীরা এই নির্বাচনে ভোট দেয়ার জন্য দেশটির দক্ষিণাঞ্চলীয় মাদ্রে দ্য দিয়োস এলাকা থেকে কুসকোয় যাচ্ছিল। খবর ওয়েবসাইটের। বাস কোম্পানির বিবৃতির বরাতে পুলিশ জানিয়েছে, বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে এড়াতে গিয়ে বাসটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ দুর্ঘটনাটি ঘটে। পেরুর প্রত্যন্ত অঞ্চলের অনেক এলাকার উঁচু পাহাড়ী পথে নিরাপত্তা ব্যবস্থা অপ্রতুল হওয়ায় দেশটিতে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। এদিকে প্রেসিডেন্ট নির্বাচন কেন্দ্র করে শনিবার সন্দেহভাজন বামপন্থী গোষ্ঠী শাইনিং পাথের বিদ্রোহীদের হামলায় তিনজন নিহত হয়েছেন।
×